X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দিনটি কান্না আর স্তব্ধতায় ভরা

উদিসা ইসলাম
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫৪

দিনটি কান্না আর স্তব্ধতায় ভরা

পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর (বর্তমানে বিজিবি) হত্যাকাণ্ডের ৮ বছর পূর্ণ হলো আজ। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআরের বিপথগামী সদস্যরা বিদ্রোহের নামে হত্যা করে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে। নিহতদের মধ্যে ছিলেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, তার স্ত্রী, বাসার কাজের মেয়ে ও বেড়াতে আসা আত্মীয়রাও। বিজিবি’র সদর দফতর পিলখানায় সেদিন বিডিআর সদস্যরা যে তাণ্ডব চালিয়েছিল তা ছড়িয়ে পড়ে সারাদেশে।

২০০৯ এর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গান লিখেছিলেন গীতিকার নূরিতা নূসরাত খন্দকার। তার গানের কথাতেই সেদিনের ভয়াবহ সেই ঘটনার চিত্র ফুটে ওঠেছে। এ কোন জওয়ানেরা/রক্তের হোলি খেলে গেলো/পিলখানা রক্তে ভাসিয়ে দিলো/ শতাব্দী সে লজ্জায় মাথা নোয়ালো....।

পিলখানা ট্র্যাজেডির পর গত আট বছর ধরে স্বজনেরা রয়ে বেড়াচ্ছেন দুঃসহ স্মৃতি। অপেক্ষা করছেন কবে বিচার শেষ হবে। তারা জানতে চান, ঘটনার পেছনে আসলে কোনও ঘটনা ছিল কিনা। দেশের সূর্য সন্তানদের যারা হত্যা করেছে নির্বিচারে তারা কিসের লোভে এমন কাজ করলো সে প্রশ্ন চোখে নিয়ে বেঁচে আছেন স্বজনরা। নিহতদের শ্রদ্ধা জানাতে এসে বারবারই উচ্চারিত হচ্ছে নেপথ্যের ঘটনা কি ছিল জানতে চান তারা, সে প্রশ্নের জবাব কেন মিলল না।

বনানী কবরস্থানে ফুল দিচ্ছেন স্বজনরা

আজকের দিনটিকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন কবর জিয়ারত করতে আসা অনেকে। স্বজনহারা পরিবারগুলো বলছে, দেশের কাজে নেমে তাদের স্বজনরা জীবন দিয়েছেন। এভাবে গণহত্যা ঘটানোর পর দিনটি রাষ্ট্রীয়ভাবেই পালন হওয়া উচিত।

শনিবার সকালে রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধানমন্ত্রীর প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনবাহিনীর প্রধান (সম্মিলিতভাবে) এবং স্বরাষ্ট্র সচিব ও বিজিবি মহাপরিচালক (একত্রে) পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানোর পর স্বজনরা শ্রদ্ধা জানান। শহীদ কর্নেল এমদাদুল হক স্মৃতি সংসদের ব্যানার নিয়ে এসেছিলেন স্বজনরা। তারা এই দিনটিকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণার দাবি জানিয়েছেন।

দিনটি কান্না আর স্তব্ধতায় ভরা

একটি মানুষের সঙ্গে সঙ্গে কীভাবে একটি পরিবার ধ্বংস হয়ে যায় তা উদাহরণ তাহসীন রহমান। বাবা মিজানুর রহমানকে যখন হত্যা করা হয় তখন তার বয়স ৯ বছরের কাছাকাছি। মা মারা গেছেন আগেই। বাবা-মা হারা দুইভাই এখন থাকেন দুই জায়গায়। তাহসীন বলে, ‘‌আমাদের কারোর কোনও দোষ তো ছিল না। তারপরও কেন এই হত্যাকাণ্ড ঘটলো? সে প্রশ্নের জবাব হয়তো কোনদিন মিলবে না।’

এই ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনায় ২০১০ সালের ১২ জুলাই পিলখানা হত্যা মামলায় ৮২৪ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে সম্পূরক চার্জশিটে আরও ২৬ জনকে আসামি করা হয়। এছাড়াও বিস্ফোরক আইনে ৭৮৭ জনকে অভিযুক্ত করে আলাদা একটি অভিযোগপত্র দেয় সিআইডি। পরে রাজধানীর বখশিবাজারে মহানগর দায়রা জজ আদালতের বিশেষ এজলাস বসিয়ে ২০১১ সালের ৫ জানুয়ারি দু'টি মামলার একসঙ্গে বিচারকাজ শুরু  হয়। দীর্ঘ দুই বছর বিচার কার্যক্রম শেষে ২০১৩ সালের ৫ নভেম্বর পিলখানা হত্যা মামলার রায় ঘোষণা করেন আদালত। এ রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬১ জনকে যাবজ্জীবন ও ২৬২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বেকসুর খালাস দেওয়া হয় ২৭১ জনকে।

/ইউআই/এসটি/

আরও পড়ুন: পিলখানা হত্যা মামলার ৮ বছর, বিচার শেষ হয়নি আজও

সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক