X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আমরা ব্যবসা করতে আসিনি, জনগণের সেবা করতে এসেছি: প্রধানমন্ত্রী

পাভেল হায়দার চৌধুরী, বগুড়া থেকে
২৬ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২৯

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত) আবারও জনগণের সেবা করার সুযোগ চেয়ে দেসবাসীর কাছে ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,‘আমরা ব্যবসা করতে ক্ষমতায় আসিনি,মানুষের সেবা করতে এসেছি। দেশের মানুষ যেন ভালো থাকে, সেটাই আমাদের  লক্ষ্য।’ রবিবার বগুড়ার সান্তাহার স্টেডিয়ামে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে প্রধানমন্ত্রী দুপুরে সান্তাহারে সৌরবিদ্যুৎ সুবিধাসম্পন্ন ২৫ হাজার মেট্রিক টন খাদ্য গুদাম উদ্বোধন করেন।   যা দক্ষিণ এশিয়ার সবর্বৃহৎ খাদ্য গুদাম। এছাড়া ৩১৬ কোটি টাকা  ব্যয়ে নির্মিতব্য দশটি প্রকল্পের উদ্বোধন ও সাতটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যখন নৌকা জয়ী হয়,তখন গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ থাকে। শান্তি থাকে। যখন ধানের শীষ ক্ষমতায় থাকে,তখন গোলা ভরা ধান থাকে না। কেন থাকে না? কারণ তারা শুধু নিজেরা খাবে,ভালো থাকবে,ভোগ বিলাস করবে, এই চিন্তায় থাকে।’

শেখ হাসিনা বলেন,  ‘আমি ‌বাবা-মা, সবাইকে হারিয়েছি। আর হারানোর কিছু নেই। ২০১৯ সালের নির্বাচনে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। আপনাদের জন্যে কাজ করতে চাই।' তিনি আরও বলেন,  ‘উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাইলে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবেন। যেন আপনাদের পুনরায় সেবা করার সুযোগ পাই।’

বিএনপি ক্ষমতায় এলে শুধু মানুষের ভাগ্য নিয়ে খেলতে জানে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা শুধু নিজেরা সম্পদ বানাতে জানে।’ তিনি বলেন,‘বাংলার মাটিতে সন্ত্রাস-জঙ্গিবাদ স্থান হবে না। বাবা-মা-শিক্ষক—সবাইকে অনুরোধ করব, আপনারা একে অন্যের খেয়াল রাখবেন। আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। ইসলাম, সন্ত্রাস-জঙ্গিবাদের কথা বলে না, শান্তির কথা বলে। তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, উন্নয়নে কাজ করতে পারি।

বিএনপি-জামায়াত জোট কথায় কথায় ধর্মের দোহাই দেয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই জোটটি কোরআন পোড়ায়। একজন মুসলমান কী করে কোরআন পোড়ায়, আপনারা ভাবুন।’

বিএনপির দুর্নীতি, লুটপাট ও মানুষ পোড়ানোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু অত্যাচার লুটপাটই করতে জানে তারা আর কিছু জানে না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদমদিঘি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনছার আলী মৃধা।

 /এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ