X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সার্ক মহাসচিব অনুমোদন নাটকের অবসান

শেখ শাহরিয়ার জামান
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৪৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৫২

আমজাদ হোসেন বি. সিয়াল সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র একদিন আগে সব সদস্য রাষ্ট্রের অনুমোদন পেলো পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আমজাদ হোসেন বি. সিয়াল। সার্কের ইতিহাসে এবারই প্রথম দায়িত্ব গ্রহণের মাত্র একদিন আগে মহাসচিব অনুমোদনের বিষয়টি নিশ্চিত হলো।
আগামী ১ মার্চ থেকে সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন আমজাদ হোসেন বি. সিয়াল। কিন্তু তার অনুমোদনের আনুষ্ঠানিকপত্র সোমবার (২৭ ফেব্রুয়ারি) সার্ক সচিবালয়ে পাঠিয়েছে বাংলাদেশ। গত সপ্তাহে ভারত, নেপাল, ভূটান, শ্রীলংকা ও মালদ্বীপ তাদের অনুমোদন দেয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, ‘মহাসচিব হিসেবে আমজাদ হোসেন বি. সিয়ালের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ১ মার্চ বুধবার দায়িত্ব গ্রহণের জন্য মঙ্গলবার নেপালের কাঠমান্ডুতে যাবেন তিনি।
গত বছরের মার্চে নেপালের পোখারায় সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ১৩তম সার্ক মহাসচিব হিসেবে আমজাদ হোসেন বি. সিয়ালের নাম প্রস্তাব করে পাকিস্তান। সেই সময় অন্য সদস্যরা আনুষ্ঠানিকপত্রের মাধ্যমে তার নাম প্রস্তাবের কথা জানালে পাকিস্তান তা বাস্তবায়ন করে। এরপর বাংলাদেশসহ সদস্য রাষ্ট্রগুলো আমজাদের নিয়োগকে অনুমোদন দিয়ে আনুষ্ঠানিকপত্র দেয়। এ বিষয়ে গত বছরের সেপ্টেম্বরে অনুমোদনের আনুষ্ঠানিকপত্র দেয় বাংলাদেশ।
সার্কের নিয়ম অনুযায়ী মহাসচিব অনুমোদনের বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নির্ধারিত হয়ে থাকে। কিন্তু আমজাদ হোসেন বি. সিয়ালের ক্ষেত্রে তা করা সম্ভব হয়নি। কারণ ভারত-পাকিস্তান দ্বন্ধের কারণে ২০১৬ সালের নভেম্বরে ইসলামাবাদে ওই বৈঠক অনুষ্ঠিত হয়নি।
গত ডিসেম্বরে সার্কের একটি সদস্য রাষ্ট্র তার অনুমোদনের জটিলতার বিষয়টি অবতারণা করে সার্ক সচিবালয়ে চিঠি দেয়। তখন কূটনীতিক তৎপরতার মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ করে অনুমোদন প্রক্রিয়া একদিন আগে সম্পন্ন করতে সক্ষম হয় পাকিস্তান। এর মধ্য দিয়ে অবসান হয় সার্ক মহাসচিব অনুমোদন নাটকের।

/এসএসজেড/জেএইচ/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ