X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মনপুরার সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারীদের শাস্তি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ০২:১৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১০

মনপুরার সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারীদের শাস্তি দাবি বিচ্ছিন্ন দ্বীপ ভোলা জেলার মনপুরা উপজেলার ৫ হাজার সংখ্যালঘুর ওপর নির্মম নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ভূমি গ্রাসের শিকার নারী শিশুদের নির্যাতন বন্ধ এবং জল ও ভূমিদস্যুদের কবল থেকে সংখ্যালঘুদের বাঁচানোর দাবি জানিয়েছেন তারা।

সোমবার (২৭ ফেব্রয়ারি) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মনপুরা উপজেলার আহ্বায়ক শ্রী ভবেস চন্দ্র মজুমদার।

তিনি বলেন, ‘বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বঙ্গোপসাগরের কোল ঘেঁসে ভোলা জেলাধীন মনপুরা থানায় আমাদের হাজার বছরের বসবাস। যুগের পর যুগ নদী ভাঙ্গনের কবলে পড়ে আমরা একে তো অসহায় অন্যদিকে ভূমিগ্রাসী, সন্ত্রাসী, জলদস্যুদের অত্যাচার নিপীড়নে ৫ হাজার পরিবার জিম্মিদশা নিয়ে জীবন যাপন করছি। সংখ্যালঘু হওয়ার কারণে আমাদের পাশে এখন আর কেউ নেই। বিচ্ছিন্ন দ্বীপ হওয়ার কারণে প্রশাসনসহ সংশ্লিষ্টরা সময় মতো কেউ উপস্থিত হতে পারে না, আবার অনেক সময় কেউ উপস্থিত হলেও সময় গড়িয়ে অনেক দূরে চলে যায়।’

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলে ভবেস চন্দ্র মজুমদার জানান, ১ নং মনপুরা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিনের উপর সবচেয়ে বেশি ভরসা করে ভোট দিয়েছিলেন সেই তিনিই জল ও ভূমিদস্যু হিসেবে এখন জীবন্ত আতন্ক তাদের জন্য। এ সময় তিনি চেয়ারম্যান আলাউদ্দিনের অত্যাচার থেকে সংখ্যালঘুদের বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রাস গুপ্ত, বাংলাদেশ মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, আলো মিছিলের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

/আরএআর/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী