X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

প্রেসক্লাবের সামনে হরতাল সমর্থনকারী ও বিরোধীদের সংঘর্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৬

প্রেসক্লাবের সামনে হরতাল সমর্থনকারী ও বিরোধীদের সংঘর্ষ

হরতাল সমর্থনকারী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসক্লাবের সামনে হরতাল সমর্থনকারী বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও সমাজতান্ত্রিক দল এবং হরতাল বিরোধী বাংলাদেশ পরিবহন শ্রমিক লীগের নেতারা দুটি মানববন্ধন করছিলেন। এ সময় হরতাল সমর্থনকারীরা পরিবহন যাতায়াতে বাধা দেওয়ায় শ্রমিক লীগের নেতারা তাতে বাধা দেয়। এমন সময় দু পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চলে। বাকবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ১০ মিনিট ধরে দুপক্ষের মধ্যে থেমে থেমে হাতাহাতি চলে। তবে বাসদ নেতা সংঘর্ষের কথা অস্বীকার করেছেন।

এ ঘটনার পরে পরিবহন শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মানববন্ধন করছি। কিন্তু হরতাল সমর্থনকারীরা আমাদের পাশে অবস্থান নিয়ে বাস যাতায়াত বন্ধ করে দেয়। এর প্রতিবাদ করায় তারা আমাদের ওপর হামলা করেছে।’

প্রেসক্লাবের সামনে হরতাল সমর্থনকারী ও বিরোধীদের সংঘর্ষ

তিনি আরও বলেন, শ্রমিক লীগের তিন কর্মী আহত হয়েছে। সিরাজ মিয়া, আবুল কালাম আজাদ এবং হারুন উর রশিদ আহত হয়েছেন।

বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন বলেন, ‘হারতালের কারণে শ্রমিক লীগের নেতাদের সঙ্গে আমাদের কোনও সংঘর্ষ হয়নি। রাস্তা দিয়ে বাস যাতায়াত করছিল তখন বাসের হেলপারদের সঙ্গে শ্রমিক লীগের নেতাদের মধ্যে সংঘর্ষ বেধেছে। এখানে আমাদের কোনও সংশ্লিষ্ঠতা নেই।’

 /আরএআর/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি