X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পরিবহন ধর্মঘটে সীমাহীন ভোগান্তি মানুষের

ওমর ফারুক
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪০আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৭:১৮

হঠাৎ করে ধর্মঘট ডাকায় বেকায়দায় পড়েন যাত্রীরা বরিশাল থেকে লঞ্চে চড়ে সদরঘাট হয়ে সকাল আটটায় সায়েদাবাদে এসেছেন আবদুল হাই (৫০), যাবেন নোয়াখালীর সোনাইমুড়ি। কিন্তু টার্মিনালে এসে দেখলেন কোনও বাস চলে না। তাই টার্মিনালের বাইরে প্রধান সড়কের পাশে জোনাকি সার্ভিস পরিবহনের সামনে সঙ্গে থাকা মালামাল নিয়ে বসে থাকেন। দুপুর পৌনে একটায় বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘প্রায় পাঁচ ঘণ্টা হয়ে গেল, বাস পাচ্ছি না। যে কাউন্টারে যাই, সেখান থেকেই বলা হয়, পরিবহন ধর্মঘট চলছে। বাস যাবে না। বসে থাকতে থাকতে শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।’

আকস্মিক শুরু হওয়া পরিবহন ধর্মঘটের কারণে আবদুল হাইয়ের মতো অসংখ্য মানুষ মঙ্গলবার এভাবেই দুর্ভোগের শিকার হন। সায়েদাবাদের মতো নগরীর অপর দুটি আন্তঃজেলা টার্মিনাল গাবতলী ও মহাখালীতেও ছিল একই চিত্র। ধর্মঘটের কারণে শত শত বাস এসব টার্মিনালে ঠায় দাঁড়িয়ে থাকে।

পরিবহন ধর্মঘটের কারণে ভোগান্তিতে সাধারণ যাত্রীরা সকালে দূরপাল্লার কিছু বাস চলাচল করলেও দশটার পর সব বন্ধ হয়ে যায়। কর্মহীন শ্রমিকরা এদিক-ওদিক ঘোরাফেরা করেন। আর গন্তব্যে যেতে হন্যে হয়ে বাসের সন্ধান করেন যাত্রীরা। কাঙ্ক্ষিত বাস না পেয়ে কেউ বসে থাকেন, কেউ নগরীর যেখান থেকে এসেছিলেন সেখানে ফিরে যান।

আবদুল হাইয়ের সঙ্গে যখন এ প্রতিবেদকের কথা হয়, তখন পাশেই বসে ছিলেন তিথি (৩০) নামে বোরকা পরিহিত এক নারী। সঙ্গে তার মা, সন্তান, বোন ও পরিবারের দু’জন সদস্য। প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডেমরা থেকে সকাল দশটায় টার্মিনালে এসেছি। যাবো নোয়াখালী। বাস না পেলে হয়তো বাসায় ফিরেই যেতে হবে।’

আবদুল হাই ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোনও ঘোষণা ছাড়া এভাবে ধর্মঘট ডাকা ভালো হয়নি। আমরা এভাবেই পরিবহন মালিক-শ্রমিকদের কাছে জিম্মি হয়ে থাকব?’

পরিবহন ধর্মঘটের কারণে শুধু দূরপাল্লাই নয়, রাজধানীর ভেতরে ও আশপাশের এলাকার কর্মজীবী মানুষকেও চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। সকালে দেখা গেছে, সিটি সার্ভিসের হাতে গোনা কিছু বাস চলাচল করায় অপেক্ষমাণ লোকজন চড়তে পারছেন না। এ কারণে কেউ রিকশা, কেউবা অটোরিকশায় গন্তব্যে যান। তবে বেশিরভাগ মানুষই পায়ে হেঁটে গন্তব্যে যান।

পরিবহন ধর্মঘটের কারণে টার্মিনালের বাইরে যায়নি বাসগুলো
সকালে মিরহাজীর বাগ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আবদুল খালেক নামের এক বৃদ্ধ বলেন, ‘আমার কাছে তো মিরপুর যাওয়ার মতো রিকশা কিংবা অটোরিকশায় যাওয়ার মতো টাকা নেই। তাহলে কিভাবে যাবো?’

দিন শেষে অফিস ছুটি হওয়ায় রাজধানীর পরিবহন সংকট প্রকট হয়ে ওঠে। বিকেল পর্যন্ত সিটি সার্ভিসের কিছু বাস চলাচল করলেও সন্ধ্যার আগে তা বন্ধ হয়ে যায়। ফলে বিকাল পাঁচটায় অফিস ছুটির পর হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা যায় রাজপথে। সুযোগ পেয়ে ভাড়া বাড়িয়ে দেন রিকশা ও অটোরিকশা চালকরা।

আকস্মিক ধর্মঘট সম্পর্কে জানতে মঙ্গলবার বেলা ২টার পর এ প্রতিবেদক যোগাযোগ করেন শ্রমিকদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কার্যালয়ে। সেখানে পাওয়া যায় ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আবদুর রহিম বক্স দুদুকে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সাংগঠনিকভাবে কোনও ধর্মঘট ডাকিনি।’

পরিবহন ধর্মঘট তাহলে কারা করছে এ ধর্মঘট? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুর্ঘটনার মামলায় ক’দিন আগে আদালত জামির হোসেন নামের এক পরিবহন শ্রমিককে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এটা নিয়ে সোমবার রাতে আমরা মালিক-শ্রমিকরা মিলে মিটিং করছিলাম। তখন খবর আসে ঢাকার সিএমএম আদালত সাভারের এক দুর্ঘটনার মামলায় মীর হোসেন মীরু নামে অপর এক চালককে ফাঁসির আদেশ দিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ শ্রমিকরা। এরপর তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের গাড়ি চালানো বন্ধ করে দিয়েছেন।’

আবদুর রহিম বক্স দুদু বলেন, ‘আমরা চাই প্রচলিত মোটরযান আইনে দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তি হোক। এর বাইরে কোনও বিচার হলে শ্রমিকরা তা মেনে নেবে বলে মনে হয় না।’ তিনি বলেন, ‘ধর্মঘট চলছে, সরকার শ্রমিকদের সঙ্গে কথা বলেনি। বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।’

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, আজ সকাল থেকে সারাদেশে আকস্মিকভাবে ডাকা এই ধর্মঘট আদালত অবমাননাকর ও গণবিরোধী। কেননা, নিম্ন আদালতের রায়ে সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যাওয়ার কথা। কিন্তু তার বদলে ডাকা এ ধর্মঘট জনগণকে জিম্মি করে সরকারকে বেকায়দায় ফেলার একটি গভীর নীলনকশা। ধর্মঘটের নামে তারা কি গাড়িচাপা দিয়ে মানুষ হত্যাকে বৈধতা দিতে চায়?  অবিলম্বে এ গণবিরোধী ধর্মঘট প্রত্যাহার করা হোক।’

/ওএফ/এপিএইচ/

আরও পড়ুন: 
পরিবহন ধর্মঘট অযৌক্তিক: ওবায়দুল কাদের

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া