X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ‘মূর্তি’ অপসারণের দাবি ইসলামী ঐক্যজোটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৩

ইসলামী ঐক্যজোট

অবিলম্বে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে ‘মূর্তি’ অপসারণে আবারও  দাবি জানিয়েছে  ইসলামী ঐক্যজোট। এ দাবিতে দলটি মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে বায়তুল মোকাররম উত্তর গেটে  বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, প্রাচীন গ্রিক ধর্ম বর্তমানে বিশ্বব্যাপী একটি মৃত ধর্ম। বাংলাদেশে তো নয়ই, বরং ভারতীয় উপমহাদেশেও গ্রিক ধর্মচর্চার কোনও ইতিহাস খুঁজে পাওয়া যায় না।  সেই ক্ষেত্রে কোন যুক্তিতে ৯০ ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশে সুপ্রিম কোর্টের মতো সর্বসাধারণের জন্য উন্মুক্ত জাতীয় গুরুত্বপূর্ণ স্থানে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করা হল? অবিলম্বে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে এ মূর্তি অপসারণ করতে হবে।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেন, যারা দেবীর মূর্তির পক্ষে তাদের হাশর হবে মূর্তির সঙ্গে। ইনসাফ, ন্যায়বিচার ইসলামের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। মূর্তি কখনও ন্যায় বিচারের প্রতীক হতে পারে না।

মুফতী ফয়জুল্লাহ বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাসকে উপেক্ষা করে, বাংলাদেশ থেকে মুসলিম ঐতিহ্য ও ইসলামী পরিচিতি মুছে বিজাতীয় মতবাদ ও ভোগবাদিতা চাপিয়ে দিতে পৌত্তলিক সংস্কৃতির আগ্রাসনের অংশ হিসেবে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী মানসিকতা থেকে গুটিকয় মানুষ রাতের আঁধারে দেশের ওপর দেবীর মূর্তি চাপিয়ে দিয়েছে। মূর্তি অপসারণের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে মূর্তি অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।  
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও বায়তুল মোকাররম উত্তর গেটে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা আবদুল হামীদ, মাওলানা আব্দুর রশিদ মজুমদার, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আবু তাহের জেহাদী, অধ্যাপক মাওলানা এহতেশাম সারওয়ার, যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন প্রমুখ।

/সিএ/টিএন/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা