X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গাবতলীতে পুলিশ বক্সে পরিবহন শ্রমিকদের আগুন, গোলাগুলি

আমানুর রহমান রনি
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২৬আপডেট : ০১ মার্চ ২০১৭, ০১:৩৮


গাবতলী বাস টার্মিনালের পাশের পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা পরিবহন ধর্মঘটকে ঘিরে রাজধানীর গাবতলীতে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি চলছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) শ্রমিকরা বাস চলাচলে বাধা ও ভাঙচুর করলে এ ঘটনার সূত্রপাত হয়।
রাত ৯টার দিকে গাবতলী বাস টার্মিনালের পাশের একটি পুলিশ বক্সকে ঘিরে বিক্ষোভ শুরু করে পরিবহন শ্রমিকরা। কিছুক্ষণ পর সেটিতে আগুন ধরিয়ে দেয় তারা। গাবতলী টার্মিনাল এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পুরো এলাকায় এখন বিরাজ করছে থমথমে পরিস্থিতি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পুলিশের পাহারায় ঘটনাস্থলে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাবতলীতে বিকেল থেকে সমাবেশ করেছে পরিবহন শ্রমিকরা। তাদের বিক্ষোভের মুখে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যেতে পারেনি। সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছে তারা। একপর্যায়ে শ্রমিকরা গাড়ি ভাঙচুর শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের একটি র‌্যাকার ভ্যানে আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবহার করা হয়েছে পুলিশের সাঁজোয়া যান ও জলকামান। নিক্ষেপ করা হয় রাবার বুলেট ও টিয়ার সেল। 
গাবতলীতে পুলিশের র‌্যাকারে আগুন ধরিয়ে দেয় শ্রমিকরা জানা গেছে, সংবাদমাধ্যমের কর্মী দেখলেই তাদের ওপর আক্রমণের চেষ্টা করছে পরিবহন শ্রমিকরা। 
দারুসসালাম থানার ডিউটি অফিসার এসআই জাহাঙ্গীর বাংলা ট্রিবিউনকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিএমপির মিরপুর বিভাগের দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সৈয়দ মামুন মোস্তফা রাত সাড়ে ৯টার পর বাংলা ট্রিবিউনকে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে বুধবার (১ মার্চ) সকাল থেকে পূর্ণ কর্মবিরতি ও অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে পরিবহন শ্রমিক সমাবেশে। গাবতলীর ৭ নম্বর বাসের শ্রমিক দেলোয়ার হোসেন বলেছেন, ‘আমাদের দাবি মানতে হবে। তা না হলে আমাদের এই আন্দোলন চলবে।’
প্রসঙ্গত, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় পরিচালক তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীর নিহতের ঘটনায় দায়ের করা মামলায় জামির হোসেন নামের এক পরিবহন শ্রমিককে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এছাড়া সাভারের এক দুর্ঘটনার মামলায় মীর হোসেন মীরু নামে অারেক চালককে ফাঁসির আদেশ দিয়েছেন সিএমএম আদালত। এ কারণে ক্ষুব্ধ হয়ে পরিবহন শ্রমিকরা তাদের গাড়ি চালানো বন্ধ রেখেছেন।
/এআরআর/জেএইচ/




সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা