X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘লাইন পার হলেই মাইর’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৭, ০৯:৩২আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৩:০৭

 

গাবতলীতে শ্রমিকদের রাস্তা অবরোধ ‘চালু কর, চালু কর, সময় কম। লাইন পার হলেই মাইর।’ বুধবার সকাল থেকে গাবতলীতে দুইজন মোটরসাইকেল আরোহীকে এভাবে হুঁশিয়ারি দিয়ে কথা বলছিলেন আন্দোলনরত কয়েকজন কিশোর শ্রমিক।

এদিন সকাল থেকেই গাবতলীর মাজাররোড মোড় ও আমিনবাজার ব্রিজের সামনে পুলিশের অবস্থান থাকলেও মাঝামাঝি স্থানে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা। রাস্তার এক পাশে বাঁশ দিয়ে ব্যারিকেডও তৈরি করা হয়েছে। কোনও যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। এমনকি অসুস্থ রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্সও যেতে দেওয়া হচ্ছে না।

সকাল থেকে এ পর্যন্ত দুটি অ্যাম্বুলেন্সে ঢিল ছুঁড়ে সামনের ও পেছনের গ্লাস ভেঙে দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা একজনকে মাথায় আঘাত প্রাপ্ত অবস্থায় দেখা গেছে। ধারণা করা হচ্ছে শ্রমিকদের ছোঁড়া ঢিলে তিনি আহত হয়েছেন। রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকলেও মোটরসাইকেল চলচল করতে দেখা গেছে। তবে শ্রমিকদের দেওয়া ব্যারিকেড ডিঙিয়ে তারা অন্য প্রান্তে যেতে পারছেন না।

সকাল থেকে কয়েকজনকে মারধরও করেছেন আন্দোলনরত শ্রমিকরা। রাস্তার দুইপাশে পুলিশ অবস্থান করলেও শ্রমিকদের নিয়ন্ত্রণেই রয়েছে পুরো গাবতলী এলাকা। থেমে থেমে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছুঁড়ছে এবং পুলিশকে পিছু হটতে বাধ্য করছে।

এদিকে পরিবহন শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে মাজার গলির সামনে মিরপুর শাহী মসজিদ ও মাদ্রাসার পাশে অবস্থান নিয়েছে র‌্যাব-৪ এর সদস্যরা। বেপরোয়া শ্রমিকদের নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়তে দেখা গেছে। তবে শ্রমিকরা তাদের অবস্থানে অনড় রয়েছেন।

গাবতলী এলাকায় অন্তত পাঁচটি স্পটে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনরত শ্রমিকরা। ফলে মানুষের দুর্ভোগ বাড়ছেই। কোনও যান না পেয়ে পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন অনেকে।

এমনকি স্কুল কলেজের শিক্ষার্থীদের বহনকারী কোনও যানও এ রাস্তায় চলাচল করতে পারছে না।

গত মঙ্গলবার গাবতলী টার্মিনালে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রমিকদেরকে পরিবহন ধর্মঘট চালিয়ে যাওয়ার আহ্বান জানান শ্রমিক নেতা রুস্তম আলী খান। রাতে যোগাযোগ করা হলে রুস্তম আলী খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শ্রমিকরা মাথায় যাবজ্জীবন ও ফাঁসির আদেশের দায় নিয়ে তারা গাড়ি চালাবেন কীভাবে? আইন বাতিল ও দুই চালকের মুক্তি না দেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।’

/আরজে/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়