X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পরিবহন ধর্মঘটের প্রভাবে অস্থির রাজধানীর কাঁচাবাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৭, ১৯:৪২আপডেট : ০১ মার্চ ২০১৭, ২০:০৫

রাজধানীর কাঁচাবাজার

সারাদেশে পরিবহন ধর্মঘটের প্রভাবে এখনও অস্থির রাজধানীর কাঁচাবাজারগুলো। এ ধর্মঘটের কারণে গত দুদিন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানীতে ঢুকতে পারেনি সবজি বহনকারী গাড়ি। আর এতেই সবজির দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। ক্রেতারা বলছেন, রাতারাতিই সবজির দাম বেড়ে গিয়েছে। সবজির বিক্রেতারা বলছেন, রাজধানীতে গাড়ি আসতে না পারায় সবজির সংকট তৈরি হয়েছে আর এ সংকট থেকেই দাম বেড়েছে।

বুধবার রাজধানীর কয়েকটি কাঁচা বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রবিবার ও সোমবার যে সবজির কেজি প্রতি দাম ছিল ২০ টাকা, সেই সবজির দাম এক রাতেই কেজি প্রতি বেড়েছে ৭-১৫ টাকা অর্থাৎ দাম বেড়ে দাঁড়িয়েছে ২৭ থেকে ৩২ টাকা। আবার কিছু সবজির দাম প্রায় দ্বিগুণ।

উল্লেখ্য, মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় এক বাস চালকের যাবজ্জীবন সাজা হওয়ায় ২৬ ফেব্রুয়ারি থেকে খুলনা বিভাগের দশ জেলায় পরিবহন ধর্মঘট চলছিল। অন্যদিকে, সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে আদালত ২৭ ফেব্রুয়ারি চালকের ফাঁসির দণ্ড দিলে ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী পালন শুরু করে সড়ক পরিবহন শ্রমিকরা।

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে সরেজমিনে গিয়ে ক্রেতাদের সঙ্গে কথা বললে তারা জানায়, আলু, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, করলা, বরবটি, কুমড়া, লাউ, গাজর, চিচিঙ্গাসহ প্রায় সব সবজির দাম কেজি প্রতি বেড়ে গেছে।

রতন আলী নামে এক বিক্রেতা বাংলা ট্রিবিউনকে জানায়, যে ফুলকপি প্রতি পিচ গতকাল ৩০-৩৫ টাকা বিক্রি করেছেন সেটার দাম এখন বেড়ে দাঁড়িয়েছে ৪০-৫৫ টাকা। আবার যে বেগুনের কেজি প্রতি দাম ছিল ৫০ টাকা সেই বেগুনের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০-৭০। তবে শুধু টমেটোর দাম স্থিতিশীল বলে জানিয়েছেন বিক্রেতারা।

ফয়সাল আতিক নামে এক ক্রেতা বলেন, প্রায় সব সবজিতেই দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। হঠাৎ এভাবে দাম বেড়ে যাওয়াতে ক্রেতারা ভীষণ সমস্যায় পড়ছেন বলেনও মন্তব্য তার।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়। পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। শিমের দাম ৮০ টাকা। বাঁধাকপি ৪০-৫০ টাকা, শালগম ৬০-৭০ টাকা, করলা ৬০-৭০ টাকা, গাজর ২০ টাকা, মুলা ৪০-৫০ টাকা, শশা ৬০-৮০ টাকা, মিষ্টি কুমড়া ৩০-৪০ টাকা, বরবটি ৮০-১০০ টাকা।

এদিকে মাছের দামও বেড়েছে বেশ। আকার ভেদে প্রতি কেজি রুই মাছ ২৫০-৩০০ টাকা, তেলাপিয়া ১৬০-২৫০, সিলভার কার্প ১২০-১৫০ টাকা, আইর মাছ ৪০০-৫০০ টাকা, গলদা চিংড়ি ৫০০-১১০০ টাকা, পুঁটি ১৮০-২০০ টাকা, মলা ২২০-৩০০ টাকা, পাবদা ৫০০-৬০০ টাকা, বোয়াল ৩৫০-৫০০ টাকা, শিং ৫০০-৭০০, দেশি মাগুর ৬৫০-৭০০ টাকা, শোল মাছ ৪০০-৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে বুধবার দুপুরে মতিঝিলের পরিবহন ভবনে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠক শেষে পরিবহন ধর্মঘট তুলে নেওয়া সিদ্ধান্তের কথা এক সংবাদ সম্মেলনের ঘোষণা করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। শাহজাহান খানের ঘোষণার পরপরই শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়ে যান চলাচল শুরু করে।

তবে বিক্রেতারা বলছেন, আজ ধর্মঘট উঠে গেলেও আগামীকালও বাজারে এর প্রভাব থাকতে পারে। কারণ অনেক সবজি ঢাকায় আসতে না পারায় নষ্ট হয়েছে।

/আরএআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!