X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এরশাদের সঙ্গে খেলাফত মজলিস নেতাদের মতবিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৭, ১৮:০৮আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৮:৩৪

জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে খেলাফত মজলিস নেতাদের মত বিনিময়

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘মূর্তি স্থাপন বিরোধী আন্দোলন’ এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। রবিবার দুপুরে এরশাদের বনানীর রাজনৈতিক কার্যালয়ে এ বিষয়ে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এ তথ্য জানান।

আতাউল্লাহ জানান, সুপ্রিম কোর্টের সামনেসহ সারাদেশের রাস্তার মোড়ে মোড়ে ‘মূর্তি’ স্থাপনের প্রতিবাদ ও অপসারণের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মাসব্যাপী গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে মহাসচিব মাওলানা মাহফুজুল হকের নেতৃত্বে এরশাদের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দল। এ প্রতিনিধি দলে ছিলেন, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, যুগ্ম-মহাসচিব এহিয়া চৌধুরী এমপি, ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

রবিবার বিকালে সংগঠনটির পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, মূর্তির বিষয় ও প্রকাশিত লিফলেট তুলে দিলে খেলাফত নেতাদের এরশাদ বলেন,  সুপ্রিমকোর্টের সামনে গ্রিকদেবীর মূর্তি বসানো হয়েছে। মুসলমান হিসেবে তা মেনে নিতে পারি না। মুসলিম হিসেবে  মূর্তির বিপক্ষে অবস্থান নেওয়া প্রতিটি মুসলমানের কর্তব্য। তিনি মূর্তিবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন করেন। 

মাওলানা মাহফুজুল হক বলেন, মূর্তি অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। যে কোনও পরিস্থিতির জন্য এর দায়ভার সরকারকে বহন করতে হবে। তিনি সরকারের কাছে বিষয়টি তুলে ধরার জন্য সাবেক রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

/এসটিএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা