X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

নারী দিবসে বাংলা ট্রিবিউনের নেতৃত্বে আবারও নারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৭, ২২:০৭আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৫:৩১

নারী দিবসে বাংলা ট্রিবিউনের নেতৃত্ব থাকছে নারীদের হাতে

নারী দিবস উদযাপনে ৮ মার্চ (বুধবার) বাংলা ট্রিবিউনের প্রতিটি বিভাগ পরিচালনায় নেতৃত্বে দিচ্ছেন নারীরাই। গতবছর থেকেই বাংলা ট্রিবিউন এই কাজটি করে আসছে। নারী দিবসে এধরনের উদ্যোগ প্রতীকী হলেও সেটিকে গুরুত্ব দিয়েই দেখছেন বাংলা ট্রিবিউনের নারী কর্মীরা। এমনকি ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রধান বার্তা সম্পাদকের দায়িত্বেও থাকছেন নারীরাই।

এ উদ্যোগকে নারীর এগিয়ে চলার লড়াইয়ে শামিল হওয়া বলেই বিশ্বাস করছে বাংলা ট্রিবিউন। নারীকর্মীদের উৎসাহ জোগাতেই গতবছর থেকে বিশেষ এই দিনটিতে এমন উদ্যোগ নিয়েছে বাংলা ট্রিবিউন।

উল্লেখ্য, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক, হেড অব মার্কেটিং, অ্যাকাউন্টস, ফিচার বিভাগ, ন্যাশনাল ডেস্ক এর প্রধান হিসেবে নারীরা কর্মরত আছেন।

নারী দিবসে বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করবেন উদিসা ইসলাম। হেড অব নিউজ-এর দায়িত্বে থাকছেন জাকিয়া আহমেদ ও বার্তা সম্পাদক সোহানা তুলি। ডেস্কের দুই শিফটের ইনচার্জ ফৌজিয়া সুলতানা ও জাহানারা বেগম, গবেষণা বিভাগে বর্ষালতা, বিদেশ ডেস্কে ফাহমিদা উর্ণি, ফিচার, স্পোর্টস ও আইটি সেকশনের দায়িত্বে থাকছেন ফাতেমা আবেদিন, অ্যাকাউন্টস এর প্রধান হিসেবে থাকবেন নাশরাহ জাকির এবং এইচআর অ্যান্ড অ্যাডমিনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বন্যা মির্জা।

বাংলা ট্রিবিউনের এই উদ্যোগের বিষয়ে প্রতিষ্ঠানটির সম্পাদক জুলফিকার রাসেল বলেন, ‘আমরা গতবছর থেকেই এই উদ্যোগটি নিয়েছি। ব্যক্তিগতভাবে নারী পুরুষকে আমি ভিন্নভাবে দেখি না। যেহেতু ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস, দিনটিকে উদযাপনের অংশ হিসেবে নারীকর্মীরা এইদিন বাংলা ট্রিবিউন পরিচালনা করবেন। আমাদের প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি বিভাগের প্রধান হিসেবে নারীরা দক্ষতার সঙ্গে কাজ করছেন, ফলে এটি তাদের কাছে খুব কঠিন হবে না। আমি আস্থাশীল যে, তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হবেন।’

নতুন কী পরিকল্পনা নিয়ে আসছেন প্রশ্নে  জাকিয়া আহমেদ বলেন, ‘আমরা নারী দিবসে বাংলা ট্রিবিউনের নানা বিভাগকে ব্যতিক্রমী এবং জরুরি সংবাদ দিয়ে সাজাবো। এছাড়া দিনটাকে উদযাপন করবো এবং পুরো টিম নিয়ে সফলভাবে দায়িত্ব পালনে সক্ষম হবো।’ ৮ মার্চে বাংলা ট্রিবিউনের দায়িত্বে থাকা নারী সহকর্মীদের অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, বাংলা ট্রিবিউন পরিবারের সবাইকে নিয়ে দিনটি স্মরণ রাখার মতো কিছু কাজ করতে চাই।’

/ইউআই/ এপিএইচ/



সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
কতটা এগোলো সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনে মার্কিন উদ্যোগ?
কতটা এগোলো সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনে মার্কিন উদ্যোগ?
হিউস্টনের ঝড়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা!
হিউস্টনের ঝড়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা!
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মিয়ানমারের নাগরিকসহ আটক ৪
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মিয়ানমারের নাগরিকসহ আটক ৪
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির