X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এবার চোখ রাশিয়ার দিকে

শেখ শাহরিয়ার জামান
১৪ মার্চ ২০১৭, ০১:০০আপডেট : ১৪ মার্চ ২০১৭, ০১:০৭

বাংলাদেশ ও রাশিয়ার পতাকা ভারত ও চীনের পর বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়ার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় বাংলাদেশ। এ বিষয়ে রাশিয়ারও আগ্রহ আছে। এ কারণে কসোভো’কে বাংলাদেশ স্বীকৃতি দিলেও এর এক মাসের মধ্যেই রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনও পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে রাশিয়া যাচ্ছেন।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ১১ থেকে ১৩ এপ্রিল রাশিয়া সফর করবেন। তার সফরের সময়ে তিনটি সমঝোতা স্মারক সই হবে।

তিনটি সমঝোতা স্মারক হচ্ছে টেলিকম ও যোগাযোগ ক্ষেত্রে সমঝোতা স্মারক, সংবাদ সংস্থা বাসস এবং ইথার তাসের মধ্যে সমঝোতা স্মারক, এবং সংস্কৃতিক সহযোগিতা ক্ষেত্রে সমঝোতা স্মারক।

ওই কর্মকর্তা বলেন, দুই দেশের রাজনৈতিক সম্পর্ক এখন অন্য যে কোনও সময়ের চেয়ে ভালো।

তিনি বলেন, ভূরাজনীতির ফসল হিসাবে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে কসোভো নতুন রাষ্ট্র হিসাবে উদ্ভূত হয়েছে। রাশিয়া সবসময় এ রাষ্ট্রের বিরোধিতা করেছে। শুধু তাই নয়, কসোভো’র প্রতিষ্ঠালগ্ন থেকেই রাশিয়া আমাদের সবসময় অনুরোধ করেছে; আমরা যেন দেশটিকে স্বীকৃতি না দেই।

ওই কর্মকর্তা বলেন, কসোভো’কে স্বীকৃতি দেওয়ার পরও যখন পররাষ্ট্রমন্ত্রীর এ সফর অনুষ্ঠিত হচ্ছে; তখন বুঝতে হবে সম্পর্কোন্নয়নে বাংলাদেশের পাশাপাশি রাশিয়ারও আগ্রহের কমতি নেই। মার্চের প্রথম সপ্তাহে বাংলাদেশ কসোভো’কে স্বীকৃতি দিয়েছে।

বর্তমান ভূরাজনীতি, বিশ্বমঞ্চে রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব, বাংলাদেশের সঙ্গে ভারত ও চীনের ঘনিষ্ঠ সম্পর্ক, বাংলাদেশ ও রাশিযার মধ্যে নতুন সহযোগিতার ক্ষেত্রসহ অন্যান্য বিষয়গুলোর কারণে ঢাকা-মস্কোর রাজনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় উন্নীত হবে। এমনটাই আশাবাদ ওই কর্মকর্তার।

তিনি বলেন, এ সফরে শীর্ষ পর্যায়ের একটি সফরের প্রস্তুতিমূলক আলোচনা হবে।

গত জুলাই মাসে মঙ্গোলিয়াতে আসেম শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ-এর মধ্যে বৈঠক হয়। সেখানে রশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয়টিও আলোচিত হয়। বাংলাদেশ আশা করছে, চলতি বছরের কোনও এক সময় রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ ঢাকা সফর করবেন।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া