X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কেন ২৭ বছর ধরে অকার্যকর ডাকসু?

খন্দকার রুবাইয়াত মুরসালিন
১৪ মার্চ ২০১৭, ০৮:০০আপডেট : ১৪ মার্চ ২০১৭, ১৪:১৪

ডাকসু ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১- এর রক্তক্ষয়ী মুক্তি সংগ্রাম এবং স্বাধীন বাংলাদেশে সামরিক শাসন ও স্বৈরাচার হটানোর আন্দোলনে রাজপথে নেতৃত্বদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বিগত প্রায় ২৭ বছর ধরে অকার্যকর। বিশ্ববিদ্যালয় প্রশাসন নাকি ডাকসু নির্বাচন চায়, ছাত্র সংগঠনগুলোও  চায়, সাধারণ শিক্ষার্থীরাও সোচ্চার, বিশ্ববিদ্যালয় আচার্য ও মহামান্য রাষ্ট্রপতি ৫০তম সমাবর্তনে বলেছেন, ‘ডাকসু ইলেকশন ইজ এ মাস্ট’। তাহলে কেন অকার্যকর হয়ে আছে বাংলাদেশের ইতিহাসের সঙ্গে মিশে থাকা এ ছাত্র সংসদ?  

স্বাধীন বাংলাদেশ দীর্ঘ সামরিক ও স্বৈরশাসন থেকে বেরিয়ে  যখন একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির পথে, সেই সময়েই থমকে যায় দেশের ছাত্র সমাজের সবচেয়ে কার্যকরী গণতান্ত্রিক ছাত্র সংসদ ডাকসু। ১৯৯০ সালের ৬ জুন সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও ১৮টি আবাসিক হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। তারপর পেরিয়ে গেছে ২৭ বছর। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে, দেশের যেকোনও ক্রান্তি লগ্নে সংগ্রাম করে যাওয়া এ ছাত্র সংসদ আজ অনেক শিক্ষার্থীর কাছেই শুধু ভালো খাবার জায়গায় পরিণত হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানজীম উদ্দীন খান বলেন, ‘ আসলে যেই সরকারই ক্ষমতায় থাকুক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে তাদের এক রকম ভীতি কাজ করে। কারণ ডাকসুর যে ইতিহাস তাতে এটি কার্যকর হলে বিশ্ববিদ্যালয়ে তাদের (সরকারের) যে প্রভাব বা ক্ষমতাসীন ছাত্র সংগঠনের যে আধিপত্য, তা অনেকাংশে আর থাকবে না ।  তাই যে সরকারই আসুক না কেন, তারা তাদের স্বার্থেই এই নির্বাচন দেন না’।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, ‘ডাকসু নির্বাচনের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তাই প্রশাসন ডাকসু নির্বাচনের আয়োজন করলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অবশ্যই তাতে সমর্থন দেবে’।

ডাকসু নির্বাচনের জন্য ছাত্রলীগের পদক্ষেপ সম্পর্কে আবিদ আল হাসান বলেন, ‘আমরা বরাবরই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসছি।’

বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সভাপতি তুহিন কান্তি দাস অবশ্য বলেন ভিন্ন কথা, ‘ডাকসু নির্বাচনের কথা মুখে বললেও ছাত্রলীগ কখনোই কার্যত কোনও পদক্ষেপ নেয় না’।

তুহিন কান্তি দাস বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজেদের প্রভাব বজায় রাখতে ক্ষমতাসীন দল এবং তাদের ছাত্র সংগঠন প্রকৃত অর্থে ডাকসু নির্বাচন চায় না’

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক   ডাকসু নির্বাচন না হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাবকেই দায়ী করেন।  তিনি বলেন, ‘ডাকসু সক্রিয় হোক এটা আমরা চাই।  তবে সেই ক্ষেত্রে আমাদের যে মূল রাজনৈতিক দলগুলো আছে, যাদের অঙ্গ সংগঠন হিসেবে ছাত্র সংগঠনগুলো কাজ করে, তাদের একটা সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন’।

তারপরেও দ্রুততম সময়ে যাতে এই নির্বাচন করা যায় সেই চিন্তা-ভাবনা বিশ্ববিদ্যালয়ের আছে বলে জানান উপাচার্য।

তবে কি খুব দ্রুতই ঢাকা বিশ্ববিদ্যালয় ফিরে পাবে সাধারণ ছাত্রছাত্রীদের সংসদ ডাকসু? সমসাময়িক জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এমন স্বপ্ন দেখাটা বেশ কঠিন বলে মনে করেন ড. তানজীম। তিনি বলেন, ‘যেখানে জাতীয় রাজনীতিতে গণতান্ত্রিক চর্চা নেই, সেখানে আমি আশা করি না বিশ্ববিদ্যালয় পরিসরে আমাকে কেউ গণতন্ত্র চর্চার সুযোগ করে দেবে’।

দেশের জাতীয় রাজনীতির সংস্কৃতিতে সব রাজনৈতিক দল এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর সম্মিলিত পদক্ষেপ নেওয়া অনেকটা দিবা স্বপ্নের মতই। তাই সাধারণ শিক্ষার্থীদের সংসদ ডাকসু নির্বাচন আপাতত অধরা, বললেন অধ্যাপক মোহাম্মদ তানজীম উদ্দীন খান।

/এপিএইচ/আপ-এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি