X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মদিনে সরকারি হাসপাতালে বিশেষ আয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৭, ১৯:০৯আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১৯:১০

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কেক কেটে পালন করা হয় বঙ্গবন্ধুর জন্মদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে সারাদেশের  মতো রাজধানীর সরকারি হাসপাতালগুলোতেও দেওয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা। শুক্রবার সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত রোগীদের বিনামূল্যে এই চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আলোচনা অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক খোন্দকার শহিদুল গনি বঙ্গবন্ধুর জীবনাদর্শের ওপর বক্তব্য রাখেন। পরে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শিশু-কিশোরদের নিয়ে কেক কাটেন ও তাদের মাঝে কেক ও চকলেট বিতরণ করেন।  এসময় ডা. এ কে এম মুনীরুল হক,  সেবা তত্ত্বাবধায়ক তেরেজা বাড়ৈ, প্রধান সহকারী মো. দেলোয়ার, সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।  পরে হাসপাতালের রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৩৮টি বিভাগে ২ হাজার ৫৬৬ জন রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।  মেডিসিন অনুষদে ১ হাজার ৩৫৪ জন, সার্জারি বিভাগে ১ হাজার ৪ জন ও ডেন্টাল অনুষদে ২০৮ জন রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেওয়া হয় এবং ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

শুক্রবার সকালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।  এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল প্রমুখ।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগেও রোগীদের দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসাসেবা।  এদিন হাসপাতালের কার্যক্রম পরিদর্শনে এসেছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান হাসপাতালের কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। পরে প্রতিমন্ত্রী বহির্বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।  বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবার পাশাপাশি সব রোগীর জন্য ছিল বিশেষ খাবারের ব্যবস্থা।  ঢাকা মেডিক্যালের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুম্মা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

/জেএ/সিএ/এসও/এমও/এএআর/

আরও পড়ুন: জেলখানায় বঙ্গবন্ধুর জন্মদিনের ডায়েরি

সম্পর্কিত
সর্বশেষ খবর
কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
ঈদের ছুটি শেষে ফিরছিলেন ঢাকায়, পথেই শেষ ৪ সদস্যের পরিবার
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩ঈদের ছুটি শেষে ফিরছিলেন ঢাকায়, পথেই শেষ ৪ সদস্যের পরিবার
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি