X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জঙ্গিবাদ দমনে পুলিশ ডিপ্লোমেসি

জামাল উদ্দিন
১৯ মার্চ ২০১৭, ১০:০৫আপডেট : ১৯ মার্চ ২০১৭, ২১:২০

  চিফ অব পুলিশ কনফারেন্স

সরকারের কূটনৈতিক চ্যানেলের পাশাপাশি পুলিশও নিজস্ব পদ্ধতিতে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। বিভিন্ন দেশের সঙ্গে পুলিশ টু পুলিশ সরাসরি যোগাযোগ বাড়ানো ও সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও কাজ শুরু করেছে তারা। গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর পুলিশ প্রধান ও সদস্যরা জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে সম্মিলিতভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন।এ নিয়ে তারা একটি যৌথ ঘোষণায়ও স্বাক্ষর করেছেন।চীন,মালয়েশিয়া,দক্ষিণ কোরিয়া, মিয়ানমার, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও ব্রুনাইয়ের পুলিশ প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে বাংলাদেশ পুলিশ। তাদের প্রত্যেকেই পুলিশ টু পুলিশ কাজ করার জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সম্মেলনে উপস্থিত পুলিশ কর্মকর্তারা।

সম্মেলনে উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান, অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে পেশাগত সম্পর্ক বৃদ্ধি, সন্ত্রাসবাদ এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে তথ্য প্রযুক্তি নেটওয়ার্ক স্থাপন, ফরেনসিক ল্যাবরেটরি এবং ট্রেনিং ইনস্টিটিউট, মানি লন্ডারিং, সাইবার ক্রাইম এবং অর্থনৈতিক অপরাধ দমনে সক্ষমতা বাড়ানো, আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে অপরাধ দমনে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে যৌথ সিম্পোজিয়াম ও প্রশিক্ষণের আয়োজন ইত্যাদি গুরুত্ব পেয়েছে সম্মেলনে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্তে সিআইডিকে সহযোগিতার আশ্বাস দিয়েছে শ্রীলঙ্কা। উল্লেখ্য, রিজার্ভ চুরির সঙ্গে জড়িতদের কয়েকজন শ্রীলঙ্কান রয়েছে।

দেশের প্রচলিত কূটনৈতিক চ্যানেলের বাইরে গিয়ে কেনও পুলিশ টু পুলিশের সমঝোতা চুক্তি করা প্রয়োজন জানতে চাইলে আইজিপি এ কে এম শহীদুল হক সাংবাদিকদের বলেন, ‘পৃথিবীর সব দেশের সঙ্গেই আমাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এ চ্যানেলে আমলাতান্ত্রিক জটিলতা ও লাল ফিতার দৌরাত্ম থাকে। দেশ ও জনগণের স্বার্থে দেশের বাইরে পলাতক সন্ত্রাসী ও জঙ্গিদের সময়মতো দ্রুত গ্রেফতার ও দেশে ফিরিয়ে আনতে পুলিশ টু পুলিশ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।’

আইজিপি আরও বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনসহ ১৭টি বিষয়ে যৌথ ঘোষণায় স্বাক্ষর করেছেন সম্মেলনে অংশগ্রহণকারীরা। যৌথ ঘোষণা ছাড়াও অংশগ্রহণকারী দেশ ও সংস্থাগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তারা। অনেকেই সম্মেলনের বিষয়বস্তু নিয়ে বাংলাদেশের সঙ্গে সমঝোতা চুক্তি করার আগ্রহ দেখিয়েছেন।’ সরকারের অনুমোদন সাপেক্ষে সেই সমঝোতা স্মারক নিয়ে কার্যক্রম শুরু করা হবে জানিয়ে আইজিপি আরও বলেন, ‘মিয়ানমারের সঙ্গে আমাদের কোনও যোগাযোগই ছিল না। তারাও এ সম্মেলনে অংশ নিয়েছেন। সমাপনী দিনে মিয়ানমারের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন। তাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রদূতও সমঝোতা স্মারকের বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। বিভিন্ন মাদক পাচার তথা বিশেষ করে ইয়াবা পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে মিয়ানমারের সঙ্গে সমঝোতা চুক্তি করা খুবই জরুরি ।’

পুলিশ সদর দফতরের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, তিনদিনব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলনে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভূটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনাম অংশ নিয়েছে। এছাড়াও ইন্টারপোল, ফেসবুক, ইন্টারপোল গ্লোবাল কমপ্লেক্স ফর ইনোভেশন (আইজিসিআই), যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), আসিয়ানপোল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ট্রেনিং অ্যাসিসটেন্ট প্রোগ্রামসহ (আইসিআইটিএপি) আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

দক্ষিণ এশিয়া ও পাশ্ববর্তী দেশগুলোর পুলিশ প্রধানদের সম্মেলন হলেও এতে জঙ্গিপ্রধান রাষ্ট্র হিসেবে পরিচিত পাকিস্তান অংশ নেয়নি। তাছাড়া প্রতিবেশী দেশ ভারতেরও পুলিশ সুপার পদমর্যাদার মাত্র একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।অন্যদিকে চীনের পুলিশের প্রধানসহ এক ডজনেরও বেশি কর্মকর্তা ও অতিথি অংশ নিয়েছেন।মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশেরও অনেক কর্মকর্তা সম্মেলনে উপস্থিত ছিলেন।

চীনের সঙ্গে আমাদের কী ধরনের সমঝোতা স্মারক হচ্ছে জানতে চাইলে পুলিশের আইজি এ কে এম শহীদুল হক বলেন, ‘কিছু দেশের সঙ্গে আগে থেকেই ভালো যোগাযোগ রয়েছে। অন্যদিকে বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী দেশ হচ্ছে চীন। আমাদের দেশে উন্নয়নমূলক অনেক প্রজেক্ট ও ব্যবসা-বাণিজ্য আছে তাদের। পদ্মাসেতুর ইঞ্জিনিয়ারিং নিয়েও তারা কাজ করছে। পুলিশ প্রধান সম্মেলনে তারা বাংলাদেশ পুলিশকে ক্যাপাসিটি বিল্ডিং ও লজিস্টিক সাপোর্ট দিতে চায়। তারা আমাদের সঙ্গে প্রশিক্ষণ বিনিময় করবে। ইক্যুইপমেন্ট চাইলে, সেগুলো দেবে। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে তারা সমঝোতা চুক্তি করতেও আগ্রহ প্রকাশ করেছে। তাই আমরাও সম্মতি দিয়েছি।’

তিনি জানান,পুলিশ প্রধানদের সম্মেলনের মাধ্যমে বাংলাদেশকে তারা একটি উচ্চতর মর্যাদায় নিয়ে যেতে পেরেছেন।

পুলিশ প্রধানদের সম্মেলনে ভারতের উপস্থিতি ছিল গৌণ,আর  চীনের উপস্থিতি ছিল সরব।সরকারের কূটনৈতিক মেরুকরণের পাশাপাশি পুলিশও সেদিকে ঝুঁকছে কিনা জানতে চাইলে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস-এর প্রোভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে পুলিশ প্রধানদের সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ‘সার্বিক দৃষ্টিকোন থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য এ সম্মেলন একটি বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল জর্গান স্টক এসেছিলেন।তার এই উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ ও এ সম্মেলনকে একটা মর্যাদার আসনে পৌঁছে দিয়েছে। এর পাশাপাশি অনেকগুলো বিষয় খোলামেলা আলোচনা হয়েছে। বিশেষ করে জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ে যারা কাজ করেন, সেই প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে সবার সঙ্গে আলোচনার পরিবেশ তৈরি হয়েছে।’

/জেইউ/ এপিএইচ/আপ-এসটি

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা