X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মক্কা-মদিনার ইমামকে এপ্রিলেই চায় ইসলামিক ফাউন্ডেশন

সালমান তারেক শাকিল
২১ মার্চ ২০১৭, ১৮:৫১আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৯:১৬


মক্কা ও মদিনার ইমাম
মক্কার মসজিদুল হারামের ইমাম ড. শায়খ আবদুর রহমান আস-সুদাইসি ও মসজিদে নববীর প্রধান ইমাম আলী বিন আবদুর রহমান আল হুযাইফা আগামী এপ্রিলের প্রথম তিন সপ্তাহের যেকোনও দিন আসতে পারেন বাংলাদেশে। ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতেই হচ্ছে তাদের সফর। এ নিয়ে সৌদি আরব সরকারের সঙ্গে জোর আলোচনা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ঢাকায় আসার দিনক্ষণ চূড়ান্ত করবে সৌদি সরকার। আমরা ইতোমধ্যে ওই দেশের সরকারের কাছে ২২ থেকে ২৫ মার্চের একটি সময় চেয়েছিলাম। তবে সৌদি আরবের বাদশাহ দেশে না থাকায় তারা তারিখ চূড়ান্ত করতে পারেননি। বাদশাহ’র পারমিশন ছাড়া তারা অন্য কোথাও যেতে পারেন না।’
সামীম মোহাম্মদ আফজাল জানান, ‘সৌদি সরকারই একটি নতুন তারিখ দেবেন, সেক্ষেত্রে আমরা এপ্রিলের প্রথম তিন সপ্তাহের যে কোনও দিন চাচ্ছি। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও যোগাযোগ হয়েছে সৌদি সরকারের। দু'পক্ষ থেকেই কাজ চলছে।’
উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে জঙ্গিবাদবিরোধী প্রচারণা চালাতে মক্কার মসজিদুল হারামের ইমাম ড. শায়খ আবদুর রহমান আস-সুদাইসিকে ঢাকা সফরে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল। এখন মদিনার ইমামকেও বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ নিয়ে বাংলা ট্রিবিউন একাধিক প্রতিবেদন প্রকাশ করে।( মক্কা-মদিনার ইমামকে ঢাকায় আনতে এবার তৎপর ইফা) । আগামীকাল ২২ মার্চ ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) প্রতিষ্ঠাবার্ষিকী।
দিবসটিকে প্রতিবছরই জাঁকজমকের সঙ্গে পালন করে আসছে প্রতিষ্ঠানটি। তাদের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান আকর্ষণ হিসেবে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর ইমামকে আমন্ত্রণ জানাতে চান প্রতিষ্ঠানটির মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। সরকারের পক্ষ থেকে এ নিয়ে কাজ করছেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ।
দুই ইমামকে ঢাকায় আনার তৎপরতার বিষয়ে শেখ আবদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখনও তারিখ পাইনি, তবে যত দ্রুত সম্ভব তারিখ পেতে চেষ্টা করছি। দুই ইমামকে ঢাকায় আনতে বাদশাহর অনুমতি লাগবে। ফাইল ওয়ার্ক চলছে। কঠিন ফরমালিটিসের কারণে একটু সময় লাগছে।
শেখ আবদুল্লাহ জানান, তারা দুই ইমামকে দেশে আনতে হলে আমাদের প্রধানমন্ত্রীকে ওই সময় দেশে থাকতে হবে।  
ইফা সূত্রে জানা গেছে, এবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজনের চিন্তা করা হচ্ছে।

/এসটিএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী