X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মানুষকে বিবেচনায় নিয়ে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নেওয়ার আহ্বান পররাষ্ট্র সচিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৭, ১২:১৭আপডেট : ২২ মার্চ ২০১৭, ১২:১৭

বক্তব্য রাখছেন পররাষ্ট্র সচিব এম শহিদুল হক মানুষকে বিবেচনায় নিয়ে সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম শহিদুল হক। বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রণালয়ে আয়োজিত ‘সন্ত্রাসবাদ ও উগ্রবাদ’ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান্। পররাষ্ট্রমন্ত্রণালয় ও জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম অফিস যৌথভাবে দুইদিন ব্যাপী এ কর্মশালার আয়োজন করেছে।

পররাষ্ট্র সচিব বলেন, ‘মানুষকে বুঝতে হবে সন্ত্রাসবাদের মাধ্যমে তাদের জীবনে কোনও ইতিবাচক পরিবর্তন আসে না। এটা তাদের সমাজ ও অর্থনীতি ধ্বংস করে দেয়।’

বাংলাদেশে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনার সময় বাংলার মানুষকে বিবেচনায় নিয়ে কথা বলতে হবে বলেও তিনি জানান। তিনি বলেন, ‘বাঙালিরা স্বভাবগতভাবে উগ্র নয়। বাংলাদেশ একবারই উগ্র হয়েছি, সেটি হয়েছিল ১৯৭১। যখন তাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। বাঙালিরা নরম ও কোমল স্বভাবের এবং আমাদের এখানেই খুঁজে বের করতে হবে সমস্যা কোথায় হচ্ছে।’

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা বাংলাদেশে স্থানীয় কিছু রেডিক্যাল মানুষের খোঁজ পেয়েছি। এর কয়েকটি ক্ষেত্রে তারা রেডিক্যাল রাজনৈতিক মতাদর্শে উদ্বুদ্ধ। বাংলাদেশে সন্ত্রাসবাদ মোকাবিলা করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি।’

সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক লড়াই করা যায় না উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে সহযোগিতা করে যাচ্ছে।’

দুইদিনের এ কর্মশালায় পররাষ্ট্রমন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

/এসএসজেড/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার বিষয়ে আদেশ বুধবার
বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার বিষয়ে আদেশ বুধবার
২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
ঘুষ কেলেঙ্কারি মামলার বিচার২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
লরিয়াস অ্যাওয়ার্ড যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
সর্বাধিক পঠিত
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস