X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ইসলামী ব্যাংক সংস্কার ইস্যুতে অবস্থান পাল্টালেন সামীম আফজাল!

সালমান তারেক শাকিল
২২ মার্চ ২০১৭, ১৯:২০আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৯:৫০





ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল

ইসলামী ব্যাংক সংস্কারের প্রস্তাব জানিয়ে এখন অনেকটাই নীরব ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। ২০১৪ সালে ইসলামী ব্যাংকে ‘ইসলাম’ শব্দটি যুক্তিযুক্ত নয়, তথ্য-প্রমাণ সাপেক্ষে এমন গবেষণা করলেও ব্যাংকটিতে নিয়োগ পেয়ে আগের প্রচেষ্টা থেকে দূরে আছেন তিনি। প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে নিয়োগ পেলেও নিজের গবেষণার বাস্তবায়ন তিনি এখনও করতে পারেননি।



ইসলামী ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান সামীম আফজাল অবশ্য বলছেন, ‘ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ এসেছে, ব্যবস্থাপনায়ও এসেছে পরিবর্তন। সেক্ষেত্রে ত্রুটিগুলো নিয়ে চিন্তাভাবনা চলছে। কিভাবে ত্রুটিগুলো সারানো যায়, এ নিয়েও নিশ্চয়ই কাজ হবে।’
প্রসঙ্গত, গত বছরের ৫ মে সরকার সমর্থিত নতুন চার পরিচালক নিয়োগ পান ইসলামী ব্যাংকে। তারা হলেন-সামীম আফজাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন চৌধুরী ও ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম আযিযুল হক। পরবর্তীতে ৫ জানুয়ারি পর্ষদ সভা থেকেই ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে সাবেক সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান হিসেবে সামীম আফজালকে নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, এ বিষয়ে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে যাচ্ছে ইসলামী ব্যাংক: নিয়োগ পাচ্ছেন নতুন ৪ পরিচালক শিরোনামে বাংলা ট্রিবিউনই সর্বপ্রথম প্রতিবেদন করেছিল।

যা ছিল সামীম মোহাম্মদ আফজালের গবেষণায়
২০১৪ সালের মার্চে প্রকাশিত সামীম মোহাম্মদ আফজাল রচিত ‘গবেষণার ধারণাপত্র’ গ্রন্থের একাদশ অনুচ্ছেদে ‘ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক নিবন্ধে ইসলামী ব্যাংকের নানা ত্রুটি নিয়ে আলোচনা করা হয়।  ওই গবেষণার একটি ভিত্তি ছিল দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ, সরকারি কর্মকর্তা, অধ্যাপক, হাক্কানী আলেমদের মতামত। গ্রন্থটি প্রকাশের আগে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং নিয়ে ইসলামিক ফাউন্ডেশন একটি সেমিনার করে। ২০১০ সালের ২ অক্টোবর  সেমিনারটি অনুষ্ঠিত হয়। 
গবেষণার ধারণাপত্রে সামীম আফজাল উল্লেখ করেন, ‘‘তাদের আলোচনা থেকে এ কথা নির্দ্বিধায় বলা যায় যে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. মূলত ইসলামী ব্যাংক নয়। ব্যাপক পর্যালোচনায় লক্ষ্য করা গেছে যে, ব্যাংকের আগে ইসলাম শব্দটি ব্যবহার করে ইসলামী ব্যাংক নাম দিয়ে মূলত ধর্মপ্রাণ জনগোষ্ঠীর সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে। কাজেই এটিকে সঠিক অর্থে ‘ইসলামী ব্যাংক’ বলা যায় না।’’

বাংলাদেশ ব্যাংকের শর্ত ও গাইডলাইন পর্যালোচনা করে সামীম আফজাল তার গবেষণার অন্যত্র বলছেন, ‘‘গভীরভাবে পর্যালোচনা করে দেখা যায় যে, বাংলাদেশে প্রচলিত ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় বাংলাদেশ ব্যাংকের গাইড লাইন অনুযায়ী পূর্ণাঙ্গ কুরআন-সুন্নাহর ভিত্তিতে সমুদয় লেনদেন সম্পূর্ণ সুদমুক্ত পদ্ধতিতে পরিচালিত হচ্ছে না।’’
গবেষণার ৬ নম্বর দফায় সামীম আফজাল লিখেছেন, ‘‘১৯৮৩ সালে বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে বিগত ৩০ বছরে সন্দেহজনক আয় হিসেবে হাজার হাজার কোটি টাকা অর্জন করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জাকাত ফান্ডের অর্থ, বিদেশি অনুদান ইত্যাদি। সন্দেহজনক আয়ের প্রকৃত মালিক ইসলামী ব্যাংক নয়।’’
যদিও ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ এই গবেষণা বাস্তবায়নে এখনও কোনও উদ্যোগ গ্রহণ করেনি। এমনকি গবেষক সামীম আফজালও এ বিষয়ে কোনও উদ্যোগ নিচ্ছেন না।
ইসলামিক ফাউন্ডেশনের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজনে  কয়েক মাস ধরে ব্যস্ত রয়েছেন সামীম আফজাল। প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন শেষ হলে নিজের গবেষণা ও অবস্থান নিয়ে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক জেলা জজ সামীম আফজাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিভাবে শরিয়া ভিত্তিক ব্যাংকটি পরিচালিত হবে, এ নিয়ে চিন্তাভাবনা চলছে। অতীতে জামায়াতি মতাদর্শের লোকজনদের কারণে নানা কাজ বাধাগ্রস্ত হয়েছে। তারা বিভিন্নভাবে অনৈতিক সুবিধা গ্রহণ করেছে। তাই সব কাজ গুছিয়ে নিতে একটু সময় লাগছে।’
এসটিএস/এএআর /

আরও পড়ুন: আড়াই হাজার দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগের সুপারিশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)