X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
সাগর-রুনি হত্যা

ডিএনএ-পরীক্ষায় ২ জনের অস্তিত্ব পেলেও ধরতে পারছে না র‌্যাব

জামাল উদ্দিন
২৩ মার্চ ২০১৭, ১০:২৩আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১০:২৬

সাগর-রুনি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতগুলোর ফরেনসিক ও ডিএনএ পরীক্ষায় এই দুই অজ্ঞাতনামা পুরুষের অস্তিত্ব পাওয়া গেছে। তবে বাস্তবে তাদের খুঁজে পাচ্ছে না তদন্ত সংস্থা র‌্যাব। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ডিএনএ পরীক্ষায় অস্তিত্ব খুঁজে পাওয়া এই দুই পুরুষকে শনাক্ত করা গেলে এ মামলার তদন্তের অগ্রগতি হবে। মঙ্গলবার আদালতে দেওয়া অগ্রগতি প্রতিবেদনেও এমনটাই উল্লেখ করেছেন তদন্তকারী কর্মকর্তা ও র‌্যাবের ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক উইংয়ের সহকারী পরিচালক এএসপি মহিউদ্দিন আহম্মদ।

আদালতে দেওয়া অগ্রগতি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘গতানুগতিক তদন্তের বাইরে গিয়ে অত্যাধুনিক তদন্ত পদ্ধতি ও বৈজ্ঞানিক তথ্য প্রমাণ পাওয়ার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দু’টি অত্যাধুনিক ল্যাবকে এ তদন্তের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। বেশ কিছু আলামত ডিএনএ পরীক্ষার জন্য পাঠানোও হয়েছে। ল্যাব দু’টি থেকে পাওয়া ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় ঘটনাস্থলে দু’জন অজ্ঞাত পুরুষের ডিএনএ পাওয়া যায়। বিশ্বস্ত গুপ্তচরের মাধ্যমে গোপনে ও প্রকাশ্যে অনুসন্ধান করে তাদের চিহ্নিত করা ছাড়াও মামলার প্রকৃত আসামিদের চিহ্নিত করে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে। ঘটনাস্থল থেকে চুরি যাওয়া ল্যাপটপ ও মোবাইল ফোন বর্তমানে ব্যবহার হচ্ছে কিনা, জানতে বিটিআরসি এবং মোবাইল অপারেটরদের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ অব্যাহত আছে।’
তদন্তকারী কর্মকর্তা তার প্রতিবেদনে আরও উল্লেখ করেন, ‘মামলার ভিকটিম মিডিয়াকর্মী হওয়ায় তদন্তকালে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত করা হচ্ছে। তদন্তকালে গ্রেফতার হওয়া আটজন সন্দেহভাজন আসামিকে পুলিশ রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে।’
ডিএনএ পরীক্ষায় যে দু’জনের অস্তিত্ব পাওয়া গেছে, তাদের চিহ্নিত করা গেছে কিনা, জানতে চাইলে তদন্ত কর্মকর্তা এএসপি মহিউদ্দিন আহম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্ত চলছে। বিষয়টি আমি একা তদন্ত করছি না। র‌্যাবের পুরো তদন্ত উইং দেখছে। এ বিষয়ে যা বলার মিডিয়া উইং কথা বলবে।’
এদিকে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি একটি স্পর্শকাতর মামলা। তাই তদন্তকারী কর্মকর্তা যথেষ্ট গুরুত্ব দিয়েই মামলাটির তদন্ত করছেন।’
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোর রাতে রাজধানীর পশ্চিম রাজাবারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। এরপর প্রথমে থানা পুলিশ ও পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এই মামলার তদন্তভার নেয়। ঘটনার প্রায় দু’মাস পর ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টে হাজির হয়ে সাগর-রুনি হত্যার তদন্তে তারা ব্যর্থ হয়েছেন বলে আদালতকে জানান তৎকালীন ডিসি ডিবি ও ডিএমপি’র মুখপাত্র এবং বর্তমানে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। ওইদিনই উচ্চ আদালত র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যা ব) তদন্তের দায়িত্ব দিয়ে র্যা বের ডিজিকে নির্দেশ দেন, একজন সুদক্ষ, অভিজ্ঞ এএসপি পদমর্যাদার নিচে নয়, এমন একজন কর্মকর্তাকে দিয়ে এ মামলার তদন্ত করতে। হাইকোর্টের নির্দেশনার পর র্যা বের আবেদনে ভিসেরা রিপোর্টের জন্য ২৬ এপ্রিল সাগর-রুনির লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্ত করা হয়। এরপর থেকেই তদন্ত করছে র্যা ব।
এ পর্যন্ত আদালতকে ৪৮ বার অগ্রগতি প্রতিবেদন দিয়েছেন তদন্ত কর্মকর্তারা। এএসপি মহিউদ্দিন আহম্মদের আগে এ মামলাটি তদন্ত করেন অতিরিক্ত পুলিশ সুপার (তৎকালীন র‌্যাব কর্মকর্তা) ওয়ারেছ আলী মিয়া। তার আগে উচ্চ আদালতের নির্দেশে মামলাটির তদন্ত করেন আরেক র‌্যাব কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. জাফর উল্লাহ। প্রথমে মামলাটির তদন্ত করেন থানার এসআই জহুরুল ইসলাম। তিনদিন পর মামলাটির ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগে (ডিবি) তদন্তের জন্য স্থানান্তর করা হয়। মামলা স্থানান্তরের পর গোয়েন্দা কর্মকর্তা ইনস্পেক্টর রবিউল আলম তদন্ত কার্যক্রম চালান প্রায় দুই মাস।
/এমএনএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন