X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালন করতে জাতিসংঘে আবেদন করবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৭, ১৩:০২আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৩:০২

জাতিসংঘ ৯ ডিসেম্বরের বদলে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য জাতিসংঘের কাছে আবেদন করবে বাংলাদেশ। এ মাসেই (মার্চের মধ্যেই) লিখিতভাবে এই আবেদন করা হবে। আবেদনের খসড়াও তৈরি করা হয়েছে। কোন কূটনীতিকের মাধ্যমে এই আবেদনপত্রটি জাতিসংঘে পাঠানো হবে সেটিও চূড়ান্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বৃহস্পতিবার (২৩ মার্চ) এই তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান মন্ত্রী। আগামী ২৫ মার্চ প্রথমবারের মতো ‘গণহত্যা দিবস’ পালন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মন্ত্রী বলেন,  ‘জাতিসংঘে বাংলাদেশের এই প্রস্তাব ওঠানোর আগে বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে সমর্থন আদায়ে কূটনৈতিক তৎপরতা চালাবে বাংলাদেশ সরকার।’

মোজাম্মেল হক বলেন, ‘জাতিসংঘ ৯ ডিসেম্বর যে গণহত্যা দিবস পালন করে তার কোনও ভিত্তি নাই। বাংলাদেশে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে যে জঘন্য নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, পৃথিবীর ইতিহাসে তা বিরল। একদিনে নিজ দেশের মধ্যে বিনা উসকানিতে প্রায় ৫০ হাজার নাগরিককে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার তথ্য প্রমাণাদি ও দলিল তৈরি করে ২৫ মার্চের পক্ষে বিশ্বের বিভিন্ন দেশের জনমত আদায়ের চেষ্টা করবো। আশা করছি, এতে আমরা সফল হবো।’

গণহত্যা

মন্ত্রী বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে গণহত্যা দিবস উপলক্ষে যে কর্মসূচি পালন করা হবে, তা বিশ্বের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।’ তিনি জানান,  ‘‘২৫ মার্চ সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভের পাশে ‘রক্তাক্ত ২৫ মার্চ, গণহত্যা ইতিবৃত্ত’ শিরোনামে আলোচিত্র প্রদর্শণী ও আলোচনা সভা হবে। প্রতিটি জেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তবে এবার বিদেশি মিশনে এই দিবস পালনের কোনও নির্দেশনা দেওয়া হয়নি। কারণ যেকোনও দেশের প্রটোকল মেনে দূতাবাসে দিবস পালনে অন্তত ৭ দিন সময় লাগে। ততটুকু সময় পাওয়া যায়নি। তবে আগামী বছর থেকে সব দূতাবাসেও আনুষ্ঠানিকভাবে দিবসটি পালিত হবে।’’

জিয়াউর রহমান, এইচ এম এরশাদ ও খালেদার জিয়ার আমলে দেশ পাকিস্তানি স্টাইলে পরিচালিত হয়েছে বলেই ‘গণহত্যা দিবসে’র স্বীকৃতি পেতে এত দেরি হয়েছে বলেও জানান মন্ত্রী।

/এসআই/এফএস/ এপিএইচ/  

আরও পড়ুন- 


বাংলাদেশের রিজার্ভ চুরিতে উ. কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলার প্রস্তুতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে