X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আইপিইউ সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি চলছে: ডেপুটি স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৭, ২০:১৭আপডেট : ২৩ মার্চ ২০১৭, ২০:২১



ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। তিনি বলেন, ‘বাংলাদেশ এই প্রথমবারের মতো এত বড় একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।’ বৃহস্পতিবার বিকালে সংসদের দক্ষিণ প্লাজায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় ডেপুটি স্পিকার আইপিইউ সম্মেলনকে সফল করে তুলতে ইভেন্ট ম্যানেজমেন্ট এর সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কলাকুশলীদের নিরলসভাবে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, ‘এ সম্মেলন বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জল করবে।’
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আব্দুর রব হাওলাদারসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ১ থেকে ৫ এপ্রিল আইপিইউর ১৩৬ তম সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সংসদের দক্ষিণ প্লাজায় হলে অন্যান্য অনুষ্ঠান হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে। বাংলাদেশে এই প্রথমবারের মতো আন্তর্জাতিক বড় কোনও ফোরামের বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) এর সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠানের কথা ছিল। তবে, তার আগে গুলশানে হলি আর্টিজানের জঙ্গি হামলার ঘটনা ঘটলে নিরাপত্তাজনিত কারণে অনেক দেশ আসতে অপারগতা প্রকাশ করে। পরে ওই সম্মেলন স্থগিত করা হয়।
বাংলাদেশ বর্তমানে সিপিএ ও আইপিইউর নেতৃত্ব দিচ্ছে। সিপিএর চেয়ারপারসনের দায়িত্বে আছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও আইপিইউ সভাপতি হচ্ছে সাবের হোসেন চৌধুরী।
/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…