X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ব্যাংকে আগুন সম্পর্কে এ পর্যন্ত যা জানা গেলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৭, ১৪:২৯আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১৬:১০

বাংলাদেশ ব্যাংকে আগুন বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনে বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার পর এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ভবন নিয়ে যা যা ঘটেছে তা অনেকটা এমন-




১. বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত সোয়া ৯টার দিকে বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের ১৩ তলায় আগুন লাগে।
২. ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর রাত ১০টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
৩. বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লাগার ঘটনায় ১৪ তলার বৈদেশিক মুদ্রানীতি বিভাগের ১০-১৫ শতাংশ পুড়ে যায়। জানা গেছে, ভবনের ১৪ তলায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের জেনারেল ম্যানেজার জিএম মাসুদ বিশ্বাসের কক্ষ। এখান থেকেই শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করে ফায়ার সার্ভিস। কক্ষটির বেশকিছু ফাইল ও কাগজপত্র পুড়ে গেছে। তবে ফাইলগুলোতে কী ছিল, তা জানা যায়নি। বাংলাদেশ ব্যাংকে আগুন
৪. আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এম. এ. মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
৫. এদিকে রিজার্ভ চুরির ঘটনা নিয়ে এমনিতেই সমালোচিত বাংলাদেশ ব্যাংক, এর ওপর বৃহস্পতিবারের আগুন লাগার ঘটনা বিষয়টিকে আবারও প্রশ্নবিদ্ধ করেছে। এ দুটি ঘটনার মধ্যে সম্পর্ক আছে কিনা তা নিয়েও চলছে জোর আলোচনা। উভয় ঘটনার মধ্যে একটি সাদৃশ্য এ প্রশ্নটিকে আরও জোরালো করেছে, আর তা হচ্ছে গত বছর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছিল তিন দিনের ছুটির ফাঁকে, এবারও আগুন লাগার ঘটনার পরে রয়েছে তিনদিনের ছুটি।
বাংলাদেশ ব্যাংক (ছবি: নাসিরুল ইসলাম)
৬. এ বিষয়ে অর্থ প্রতিমন্ত্রী এম. এ. মান্নান বলেন, ‘কাকতালীয় হোক আর যা-ই হোক, এভাবে আগুন লাগার পেছনে অন্য কোনও কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হবে। আমাদের আইসিটি বিভাগ, বুয়েট ও কম্পিউটার সায়েন্সের বিশেষজ্ঞদের দেখানো হবে। ঘটনা যা-ই ঘটুক, প্রকৃত ঘটনা সবাইকে জানানো হবে। এখানে ঢেকে রাখার কিছু নেই।’

৭. বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লাগার ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গর্ভনরের সিদ্ধান্তে এ কমিটি গঠন করা হয়। নির্বাহী পরিচালক আহমেদ জামালের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটিকে ২৮ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
৮. এদিকে, বাংলাদেশ ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উপ-পরিচালকের (ঢাকা) নেতৃত্বে পাঁচ সদস্যের পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক (ছবি: নাসিরুল ইসলাম)
৯. বাংলাদেশ ব্যাংক ভবনে আগুনের ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির সদস্যরা শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শুক্রবার (২৪ মার্চ) সকালে পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামাল উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘ক্ষয়-ক্ষতির পরিমাণ সামান্য। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে।’

১০. এদিকে অর্থ প্রতিমন্ত্রী এম. এ. মান্নান জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিস ও ব্যাংকের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠনের পরও মন্ত্রণালয় থেকে আরেকটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সুপারিশ করা হবে।

/এআর/

আরও পড়ুন:

রিজার্ভ চুরি ও ব্যাংক ভবনে আগুন: আলোচনায় ‘তিন দিনের ছুটি’!

বাংলাদেশ ব্যাংকে আগুন: আরও উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ অর্থ প্রতিমন্ত্রীর

আগুন রহস্য উদঘাটনে বাংলাদেশ ব্যাংকের ৩ সদস্যের কমিটি

পুড়ে গেছে বৈদেশিক মুদ্রানীতি বিভাগের জিএম-এর কক্ষের ১০-১৫ ভাগ

বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন: ফায়ার সার্ভিসের ৫ সদস্যের তদন্ত কমিটি

বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা