X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গণহত্যা দিবস: স্বীকৃতি আদায়ে আন্তর্জাতিক আইনি সংস্থা নিয়োগের পরিকল্পনা

শেখ শাহরিয়ার জামান
২৪ মার্চ ২০১৭, ২৩:৫৮আপডেট : ২৫ মার্চ ২০১৭, ০০:০১

 

গণহত্যা দিবস ২৫ মার্চকে গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ের জন্য আন্তর্জাতিক আইনি সংস্থার সাহায্য নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের জন্য বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এমন তথ্য জানা গেছে।

গত ১১ মার্চ সরকারের শরিক দল জাসদের শিরীন আখতারের উত্থাপিত এক প্রস্তাবে বলা হয়, ‘সংসদের  অভিমত এই যে, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে বর্বর পাকিস্তানি সেনাবহিনীর হাতে সংঘটিত গণহত্যাকে স্মরণ করে ওই দিনকে গণহত্যা দিবস ঘোষণা করা হোক। আন্তর্জাতিকভাবে এ দিবসের স্বীকৃতি আদায়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হোক।’ এরপর গত সোমবার কেবিনেট বৈঠকে ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা দু’জন সিনিয়র কর্মকর্তাকে জাতিসংঘের সদর দফতর নিউ ইয়র্কে এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস জেনেভায় পাঠিয়েছি। এ বিষয়ে আরও দু’জন কর্মকর্তাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি আদায়ের জন্য পাঠিয়েছি। তাদের কাছ থেকে পাওয়া তথ্য-উপাত্ত ও রিপোর্ট বিশ্লেষণ করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে সরকার।’

ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে কয়েকটি পথ খোলা আছে। আমরা জাতিসংঘে যেতে পারি অথবা মানবাধিকার কমিশনে বিষয়টি তুলতে পারি। এছাড়া নেদারল্যান্ডসে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে আমরা বিষয়টি তুলতে পারি। তবে আন্তর্জাতিক আইনি সংস্থার সঙ্গে আলোচনা করে করণীয় ঠিক করা হবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, ‘১৯৭১ সালে অনেক যুদ্ধশিশু আছে, যাদের ইউরোপিয়ান দত্তক নিয়েছিল। তারা যদি তাদের পিতৃপরিচয় জানার জন্য মামলা করে, তবে তাও বাংলাদেশের জন্য সহায়ক হবে।’

এদিকে, গত মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, ‘১৯৭১ সালে যেসব দেশ আমাদের সহায়তা করেছে, তাদেরসহ সবাইকে এ বিষয়ে সমর্থন দেওয়ার জন্য অনুরোধ করা হবে। ওইসব দেশের সংসদে যেন এ বিষয়ে আলোচনা করার ওপর গুরুত্ব দেওয়া হয়, সে বিষয়েও অনুরোধ জানানো হবে।’

জাতীয় সংসদের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ‘১ এপ্রিল থেকে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর ১৩৬ অ্যাসেম্বলি ঢাকায় অনুষ্ঠিত হবে।ওই অনুষ্ঠানে ২৫ মার্চের কালরাতের গণহত্যা বিষয়ক প্রকাশনা নিয়ে একটি স্টল থাকবে।’

এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের থিংক ট্যাংক বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের উদ্যোগে আগামী ২৯ মার্চ একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, গণহত্যা বিষয়ে আওয়ামী লীগ সরকারের আগে কোনও সরকার সোচ্চার ছিল না। এ সরকার ক্ষমতায় আসার পর মানবতাবিরোধী অপরাধের জন্য বিচার প্রক্রিয়া শুরু করলে ১৯৭১ সালে গণহত্যা হয়েছিল সেটি পাকিস্তান অস্বীকার করা শুরু করে। শুধু তাই নয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিবৃতি দিয়েছে। পাকিস্তানের সংসদে এ বিষয়ে একাধিকবার আলোচনা হয়েছে।

অতীত মুছে ফেলার এ বিষয়টি যেন সফল না হয়, তার জন্য বাংলাদেশে যে গণহত্যা হয়েছিল, তার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের কাজ শুরু হয়েছে।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!