X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘আহতরা সবাই শঙ্কামুক্ত’

জাকিয়া আহমেদ ও তুহিনুল হক
২৬ মার্চ ২০১৭, ১৫:০৫আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৫:০৯

সিলেটে আহত

সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনরা ব্যক্তিরা সবাই শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একে মাহবুবুল হক জানিয়েছেন, ‘তারা ভালো আছেন।’ তবে হাসপাতালের একটি বিশ্বস্ত সূত্র জানায়, অন্যান্য সব গ্রুপের রক্ত পর্যাপ্ত থাকলেও ‘ও নেগেটিভ’ রক্তের ঘাটতি রয়েছে।

শনিবার সন্ধ্যায় জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান নিয়ে সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ের স্থলের অদূরে দুদফা বিস্ফোরণ ঘটে। এতে দুই কর্মকর্তাসহ ছয় জন নিহত হয়েছে।

ওসমানী মেডিক্যালের পরিচালক ডা. একে মাহবুবুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাসপাতালে যারা ভর্তি আছেন তারা বর্তমানে ভালো আছেন। বিস্ফোরণের ঘটনায় আহত ৪৩ হাসপাতালে ভর্তি হয়েছিল। এর মধ্যে এখন ২৮ জন চিকিৎসাধীন আছে। তাদের কারও অবস্থাই গুরুতর নয়। চিকিৎসা দেওয়ার পর ১৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।’

হাসপাতালের উপপরিচালক দেবপদ রায় বাংলা ট্রিবিউনকে বলেন, তারা প্রস্তুত আছেন। ২৫ মার্চে রাতে বিস্ফোরণের পরই হাসপাতাল পরিচালক তাদেরকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘পরিচালক সাহেব নির্দেশ দিয়েছেন, যে কোনও পরিস্থিতি যেন আমরা ট্যাকেল দিতে পারি। এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। চিকিৎসক, নার্সসহ হাসপাতালের সবাইকে সিলেটে নিজ নিজ বাসায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যেন কোনও সংকটময় মুহূর্ত তৈরি হলে অল্প সময়ের মধ্যে সবাই হাসপাতালে উপস্থিত হতে পারেন।’

উপপরিচালক বলেন, শনিবার অনেক রক্তের প্রয়োজন হলে সাধারণ মানুষও এগিয়ে আসে রক্ত দিতে। কালই যাদের যাদের রক্তের প্রয়োজন ছিল তাদেরকে রক্ত দেওয়া হয়েছে। আর হাসপাতালের ব্ল্যাড ব্যাংকেও পর্যাপ্ত রক্ত রয়েছে, তৈরি আছে অনেক ডোনার। অর্থপেডিক ও ব্লাড ব্যাংকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। দুজন পুলিশ অফিসারের এরইমধ্যে মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে সুরতহাল হয়েছে এবং মেডিক্যাল কলেজের মর্গে  ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।

এদিকে, বিস্ফোরণে নিহত দুই পুলিশ কর্মকর্তা জালালাবাদ থানার ওসি মনিরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক চৌধুরী মোহাম্মদ কায়সারের জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার বাদ জোহর নামাজ শেষে নগরীর রিকাবি বাজারস্থ পুলিশ লাইন মাঠ তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এখন তাদের লাশ নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে।

/এআরআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়