X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা জাদুঘর জুড়ে মুক্তিযুদ্ধের স্মৃতি

রশিদ আল রুহানী
২৬ মার্চ ২০১৭, ১৭:১৬আপডেট : ২৬ মার্চ ২০১৭, ২২:২৮

স্বাধীনতা জাদুঘর  রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক শিখা চিরন্তনীর ঠিক দক্ষিণে কনক্রিটের স্তম্ভটির নাম স্বাধীনতা জাদুঘর। এখানে এমন একটি জাদুঘর থাকতে পারে তা অনেকের ধারণাতেই নেই! ১৪৪টি প্যানেলে বাঙালি ও বাংলাদেশি জাতিসত্তার স্বাধীনতার ইতিহাসের আলোকচিত্র নিয়ে সাজানো হয়েছে এটি। এছাড়া রয়েছে গণহত্যার প্রেক্ষাপটে তৈরি অশ্রুঝরা নিদর্শন। এক অর্থে জাদুঘরটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতিকেই বহন করে। 

স্বাধীনতা জাদুঘরে প্রবেশ মূল্য ২০ টাকা। এর প্রবেশপথ দিয়ে ঢুকতেই লম্বা হাঁটার পথ চলে গেছে নিচের দিকে। এখানে হাঁটলে মনে হবে পাতালে যাচ্ছেন! কিছুদূর গেলে ডান পাশে অডিও/ভিজ্যুয়াল রুম। এই কক্ষে মাঝে মধ্যে চলে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী। কক্ষটি পেরিয়ে বিরাট জায়গাজুড়ে দেখা যায় বিভিন্ন ছবি নিয়ে বিশাল প্রদর্শনী। 

স্বাধীনতা জাদুঘর

১৯৭১-এর মুক্তিযুদ্ধ ও গণহত্যার বাস্তব নিদর্শনে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনতা জাদুঘরটি। ১৪৪টি কাচের প্যানেলে আলোকচিত্রের মধ্যে রয়েছে মুঘল আমল থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সময়ের ছবি। ১৯৭১ সালের ২২ জুন সংগ্রাম পত্রিকায় জামায়াত নেতা গোলাম আযম মুক্তিযুদ্ধের বিপক্ষে যে বক্তব্য দিয়েছিলেন তা রয়েছে ছবি আকারে। আছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের ছবি। 

১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ দেওয়া এবং ১৬ ডিসেম্বরে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মুহূর্তে তোলা সাদাকালো বিশাল আকৃতির দুটি ছবিও আছে। রয়েছে বিভিন্ন দেশি-বিদেশি পত্রিকায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রকাশিত প্রতিবেদনের কপি ও ছবি। চারকোনা কাচের ঘরে রয়েছে একটি কাঠের টেবিল। পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলের কমান্ডার লে. জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজী যে টেবিলে বসে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন তার আদলে তৈরি এটি। 

স্বাধীনতা জাদুঘর

জাদুঘরটির নির্মাণশৈলীর পরিকল্পনা করেছেন স্থপতি মেরিনা তাবাসসুম ও কাশেফ চৌধুরী। এর ঠিক মাঝখানে রয়েছে একটি ফোয়ারা। এটি নেমে এসেছে মাটির উপরিভাগ থেকে। কর্তব্যরতরা জানালেন এটাকে ‘অশ্রুঝরা’ বলে। কারণ এটাকে তুলে ধরা হয়েছে গণহত্যার সময় নিহতদের পরিবারের চোখের জলের প্রতীকী হিসেবে। 

জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি আরও সমৃদ্ধ করতে ভারত থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বেশকিছু নিদর্শন আনার প্রক্রিয়া চলছে। আশা করা হচ্ছে, তিন-চার মাসের মধ্যে সেগুলো ঢাকায় আনা যাবে। এর মধ্যে থাকছে যুদ্ধ ট্যাংক, কামান, গোলা-বারুদ ও যুদ্ধের কাজে ব্যবহার করা নানান সামগ্রী।’ 

প্রায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত জাদুঘরের উপরিভাগে রয়েছে ১৫৫ আসনসংখ্যার আধুনিক মানের মিলনায়তন। স্বাধীনতা স্তম্ভটি বস্তুত ১৫০ ফুট উচ্চ একটি গ্লাস টাওয়ার। এতে স্থাপিত লাইটের আলোকরশ্মি পাঁচ কিলোমিটার উঁচুতে প্রক্ষেপিত হয়। 

স্বাধীনতা জাদুঘর

২০১৫ সালের ২৬ মার্চ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় স্বাধীনতা জাদুঘর। এখানে কর্তব্যরত কর্মকর্তারা বাংলা ট্রিবিউনকে জানান, প্রতিদিন গড়ে ২০০ জন দর্শনার্থী ভিড় করেন নিদর্শনগুলো দেখার জন্য। যদিও গত ২০ মার্চ সরেজমিনে গিয়ে দেখা যায়, জাদুঘরে দর্শনার্থী খুবই কম। 

জাদুঘরে কর্তব্যরত মহিউদ্দিন নামে এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, বিশেষ দিনগুলোতে বেশি দর্শনার্থী আসেন। যেমন ৭ মার্চ, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারি। এবারের ২৬ মার্চ অনেক দর্শনার্থী সমাগম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা আশফাকুর রহমান তার দুই সন্তানকে নিয়ে এসেছেন নিদর্শন দেখাতে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সন্তানদের এখানে নিয়ে এসেছি। তারা দেশের ইতিহাস জানুক।’  

স্বাধীনতা জাদুঘর

আশফাকুর রহমানের দুই সন্তান প্রথম শ্রেণির ছাত্রী সেজিকা আর পঞ্চম শ্রেণির ছাত্র শাহরিয়ার মনোযোগ দিয়ে নিদর্শন দেখছিল। কেমন লাগছে জানতে চাইলে শাহরিয়ার রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেশ ভালো লাগছে। স্বাধীনতা সম্পর্কে অনেক কিছু জানতে পারছি।’ 

স্বাধীনতা জাদুঘরের সময়সূচি:

শনি থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে জাদুঘরের দরজা। প্রবেশ মূল্য ২০ টাকা। ১২ বছরের কম বয়সীদের জন্য লাগবে ২ টাকা। সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার। সরকারি ছুটির দিনগুলোতে জাদুঘরটি বন্ধ থাকে। শুক্র ও শনিবার স্বাধীনতা জাদুঘরের মিলনায়তনে বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র দেখানো হয়। 

/আরএআর/জেএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা