X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দিনটি কেটেছে উদ্বেগ-উৎকণ্ঠায়

পাভেল হায়দার চৌধুরী
২৭ মার্চ ২০১৭, ০৬:১৮আপডেট : ২৭ মার্চ ২০১৭, ০৬:১৮

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজন (ছবি: ফোকাস বাংলা) সিলেটের জঙ্গি আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঢাকাসহ সর্বত্র। আতিয়া মহলে জঙ্গিদের নিমূর্লে অভিযান এবং পাঠানপাড়ায় জঙ্গিদের বোমা বিস্ফোরণের ঘটনার নেতিবাচক প্রভাব ফেলেছে জনমনে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস হলেও দিনটি উদ্বেগ-উৎকণ্ঠায় কেটেছে দেশবাসীর। মানুষজন রাস্তায় বের হলেও তাদের চেহারায় ছিল দুশ্চিন্তার ছাপ। ঘরে ফেরার তাড়া ছিল সবার মধ্যে।

স্বাধীনতা দিবস উপলক্ষে সাম্প্রতিক বছরগুলোতে রাজধানীর বিভিন্ন স্থান, বিপণি বিতান, দর্শনীয় জায়গায় চোখে পড়ার মতো ভিড় থাকতো। কিন্তু এবার চিত্র ছিল ভিন্ন। কেন্দ্রীয় শহীদ মিনার, রবীন্দ্র সরোবরসহ বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও দর্শক-শ্রোতার উপস্থিতি দেখা গেছে কম। আর যারা এসেছেন, সন্ধ্যার মধ্যেই তাদের বাসায় ফেরার তাগিদ দেখা গেছে।

ঢাকা বিশ্বদ্যিালয় চত্বর, শিশু পার্ক ও উদ্যানকেন্দ্রিক বিভিন্ন স্থানে কিছু অনুষ্ঠানের আয়োজন হলেও তা সংক্ষিপ্ত রাখেন আয়োজকরা। একেবারেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া মানুষের সংখ্যা ছিল খুব কম। যে অল্পসংখ্যক মানুষকে বিভিন্ন স্থানে যেতে দেখা গেছে সন্ধ্যার আগে তাদের ছিল ঘরে ফেরার তাড়া।

এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা হলো ঢাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। আজিমপুর থেকে আবুল হোসেন নামে এক ব্যক্তি সাংস্কৃতিক আয়োজন উপভোগ করতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে শহীদ মিনার চত্বরে আসেন বিকালে। কিন্তু সন্ধ্যা গড়াতেই বাসায় ফিরেছেন তিনি। তার কথায় বলেন, ‘সিলেটের জঙ্গি আতঙ্ক এবারের স্বাধীনতা দিবসে মানুষের ভেতরে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি করেছে।’

বেলা ১২টায় হাতিরঝিলে ওয়াটার বাসে চড়তে আসেন বনশ্রীর বাসিন্দা নুরুল ইসলাম নিলয়। সঙ্গে ছিল স্ত্রী-সন্তান। আট বছরের মেয়ের পীড়াপীড়িতে ঘর থেকে বেরিয়েছেন বলে জানালেন নিলয়। তিনি বলেন, ‘ছুটির দিনে মেয়েটা ঘুরতে বের হওয়ার বায়না ধরেছে। বেরিয়েছি ঠিকই, কিন্তু কখন নিরাপদে বাসায় ফিরব সেই চিন্তায় আছি। সিলেটের ঘটনা আমার মতো সারাদেশের মানুষকে উদ্বেগ-উৎকণ্ঠায় রেখেছে।’

হাতিরঝিলে কথা হয় গুলশানে বসবাসকারী পিন্টুর সঙ্গে। তিনি বলেন, ‘বাইরের পরিবেশ আর লোকজন বের হয়েছে কিনা তা দেখতে এসেছি। স্ত্রী-সন্তানদের নিয়ে বের হওয়ার ইচ্ছা আছে। কিন্তু সাহস পাচ্ছি না, কখন কি ঘটে যায়! সিলেটের ঘটনা আমাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।’

ওয়ারীতে থাকেন নজরুল ইসলাম। চাকরি করেন বেসরকারি ব্যাংকে। তিনি বলেন, ‘ছুটির দিন এলেই স্ত্রী-সন্তানের ঘুরতে বের হওয়ার একটি বায়না থাকে। এই প্রথম আমার স্ত্রী বাইরে বের হওয়ার প্রস্তুতি নিতে বললেও এ অবস্থায় বাইরে ঘুরতে যাওয়া ঠিক হবে না বলে মনে করছি।’

খিলগাঁওয়ে বসবাস করেন আব্দুল আওয়াল নামে এক গার্মেন্ট কর্মকর্তা। কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘সিলেটের জঙ্গি ঘটনার আতঙ্কে বাইরে বের হওয়ার সাহস হারিয়ে ফেলেছি। কখন কোথায় কি হয় তা বলা মুশকিল। তাই স্বাধীনতা দিবস একটি বিশেষ দিন, তার ওপর ছুটি। তবুও বাইরে বের হওয়ার ব্যাপারে নিরুৎসাহিত আমি ও আমার পরিবার।’

এদিকে সিলেটের ঘটনার পর পুলিশ মহাপরিদশর্কের দফতর থেকে সারাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। রবিবার ঢাকার মিরপুরের কালশী সড়কে বাঙ্কার বসিয়ে পুলিশকে পাহারা দিতে দেখা যায়।

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দলীয় নেতাদের মাধ্যমে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশনা পাঠিয়েছেন। দলটির সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে আমাকে ফোন করে সবাইকে সজাগ-সতর্ক থাকার কথা জানাতে বলেছেন। আমি ইতোমধ্যে বিভিন্ন জেলার নেতাদের প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানিয়ে দিয়েছি।’

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক