X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কুসিক নির্বাচন নিরপেক্ষ হবে, আশাবাদী ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৭, ১৫:৪৩আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৫:৪৬

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৮ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং সেইভাবে সব প্রস্তুতি নিয়েছি। কুসিক নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছি।’

কমিশন মুখপাত্র আবদুল্লাহ বিএনপি ও আওয়ামী লীগের দেওয়া অভিযোগের বিষয়েও কথা বলেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি ইসিতে এসে কিছু অভিযোগ জানিয়েছে। সে বিষয়ে তদন্ত করছি। রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার।’

সচিব বিএনপির অভিযোগের ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু না জানালেও প্রিজাইডিং অফিসার নিয়োগ বিষয়ে আওয়ামী লীগের অভিযোগ নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ১৭ জন প্রিজাইডিং অফিসারের ব্যাপারে আপত্তি তুলেছে। বলেছে, তাদের দলীয় পরিচয় রয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের কাছে তারা এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে এবং সাক্ষাৎ করে তা কমিশনকেও জানিয়েছে। রিনটার্নিং কর্মকর্তা বিষয়টি তদন্ত করে দেখছেন। সে ধরনের কিছু পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কারণ ভোটের ব্যাপারে কোনও অভিযাগ আসুক তা আমরা চাই না।’

শেষ মুহূর্তে এসে প্রিজাইডিং অফিসারের পরিবর্তন হলে নির্বাচনে কোনও বিঘ্ন ঘটবে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে আবদুল্লাহ বলেন, ‘নির্বাচনে এ ধরনের বিষয়ে কমিশন আগে থেকেই প্রস্তুত থাকে। আমাদের প্যানেল প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া আছে। এসব ক্ষেত্রে কোনও কিছু হলে তারা দায়িত্ব পালন করবে।’

 

/ইএইচএস/এআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে চারজন নিহত
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে চারজন নিহত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’