X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘কারাগারের রোজনামচা’র মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ মার্চ ২০১৭, ০৬:২৯আপডেট : ২৯ মার্চ ২০১৭, ০৬:৪৮

‘কারাগারের রোজনামচা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইয়ের কিছু অংশ দেখাচ্ছেন প্রধানমন্ত্রী (ছবি- ফোকাস বাংলা) জাতির পিতার সপরিবারে হত্যার পর ছয় বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরলেও তাকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে ঢুকতে দেওয়া হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরে ওই বাড়িতে ঢুকে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ওই সময় কেবল বঙ্গবন্ধুর কয়েকটি খাতা তিনি নিয়েছিলেন। এর মধ্যে একটি খাতা ছিল ১৯৬৮ সালের। সেটিই ছিল বঙ্গবন্ধুর শেখ লেখা। বঙ্গবন্ধু জীবিত থাকাকালে বলেছিলেন, তার মৃত্যুর পর যেন প্রধানমন্ত্রী এই খাতা পড়েন। ওই খাতায় ছিল ১৯৬৬ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত সময়ে বঙ্গবন্ধু কারাগারে থাকা অবস্থায় লেখা ডায়েরি। ওই লেখাগুলোই ‘কারাগারের রোজনামচা’ নামে প্রকাশ হচ্ছে।
বাংলা একাডেমির উদ্যোগে মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘কারাগারের রোজনামচা’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই স্মৃতির কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘কারাগারের রোজনামচা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মঞ্চে অন্যান্যদের সঙ্গে প্রধানমন্ত্রী (ছবি- ফোকাস বাংলা) বঙ্গবন্ধুর দ্বিতীয় আত্মজীবনীমূলক এই গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু তার বইতে অনেকের কথা লিখে গেছেন যারা তার সঙ্গে বেইমানি করেছেন। তাদের অনেকে বেঁচেও আছেন। তারা হয়তো এই বই পড়ে নিজেরাই লজ্জা পাবেন। কিন্তু আমি বঙ্গবন্ধুর লেখায় হাত দিইনি। তার সব বর্ণনা হুবহু রেখেছি। কারণ, সবারই সত্য কথাটা জানা উচিত।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এই বইয়ের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। বঙ্গবন্ধুর আরও অনেক লেখা আছে। সেগুলোও ধীরে ধীরে আমরা প্রকাশ করব। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের আগেই এসব লেখা প্রকাশ পাবে। তার এসব লেখায় কেবল তার জীবনীই নয়, বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাসও পাওয়া যাবে। ওইসব তথ্য ক্লাসিফায়েড করা হয়েছে। তার এসব লেখাকে ডক্যুমেন্ট হিসেবেই ছাপানো হবে।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি সবকিছু জনগণের জন্য বিলিয়ে দিয়েছেন। আমিও সবকিছু জনগণের জন্য বিলিয়ে দিয়েছি। তিনি যেমন বাংলাদেশ চেয়েছিলেন, এখন শুধু তেমন একটি বাংলাদেশ গড়ে দিয়ে যেতে চাই।’ তিনি আরও বলেন, ‘এই বইয়ের মধ্য দিয়ে আপনারা বঙ্গবন্ধুর আত্মত্যাগের কথা আরও ভালোভাবে জানতে পারবেন। দেশকে জানতে পারবেন, দেশের মানুষকে জানতে পারবেন।’
এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বইটির ওপর আলোচনা করেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ও অধ্যাপক মুনতাসির মামুন। এসময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বইটির কিছু অংশ পড়ে শোনান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। মঞ্চে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাসস।

আরও পড়ুন-

প্রধানমন্ত্রীর নির্দেশে আতিয়া মহলে কমান্ডো অভিযান

প্রশ্নপত্র ফাঁসে ছাত্র-শিক্ষক-অভিভাবক মিলে একাকার

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা