X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ময়মনসিংহের ৯ মানবতাবিরোধী অপরাধীর বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৭, ১১:৩৪আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১১:৪৪

সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার কর্মকর্তারা মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আব্দুস সালামসহ ৯ অপরাধীর বিরুদ্ধে আটটি অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বুধবার বেলা ১১টার দিকে ধানমন্ডির সেফহমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তদন্ত সংস্থার সহ-সমন্বয়ক সানাউল হক। ২০১০ সালে প্রতিষ্ঠিত এ সংস্থা আজ ৫০তম প্রতিবেদন দিয়েছে।

সানাউল হক জানান,  ‘এই নয়জনের বিরুদ্ধে ১০১ জনকে হত্যা, ধর্ষণ ও  অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। আসামিদের মধ্যে ৬ জন গ্রেফতার আছেন। বাকি তিন জন পলাতক আছেন। তারা বাজাকার বাহিনীর সদস্য ছিলেন। মামলায় সাক্ষী রাখা হয়েছে ৫২ জনকে।’

আব্দুস সালাম, সুরুজ আলী ফকির ও জয়েন উদ্দিন (ওপরের সারির বাম দিক থেকে) এবং ফারুকী, আব্দুর রহিম, জালাল উদ্দিন ও রোস্তম আলী (নিচের সারির বাম দিক থেকে) গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের আব্দুস সালাম, সুরুজ আলী ফকির, জয়েন উদ্দিন ফারুকী, আব্দুর রহিম,  জালাল উদ্দিন এবং রোস্তম আলী।
সানাউল হক বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে সুরুজ আলী ফকির স্থানীয় আওয়ামী লীগের সমর্থক এবং আব্দুস সালাম ও জয়েন উদ্দিন জামায়াত ইসলামীর সমর্থক। তবে বাকিদের রাজনইতিক পরিচয় জানা যায় নি।

তিনি আরও বলেন, ‘মুসা বিন শমসেরে বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সংশ্লিষ্টতা আছে কিনা সে অনুসন্ধান চলছে। তবে তার বিরুদ্ধে কোনও অভিযোগ রেজিস্ট্রারে তোলা হয়নি।’

তবে কারও কাছে কোনও তথ্য থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানানোর পরামর্শ দিয়েছেন সানাউল হক।

/ইউআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’