X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

যে পরিচয়ে নাসিরপুরে বাড়িটি ভাড়া নেয় জঙ্গিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৭, ১৪:২৯আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৪:৪২

মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানা প্রাণ-আরএফএলে’র কর্মী পরিচয়ে এক ব্যক্তি মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে ওই বাড়িটি ভাড়া নিয়েছিল। জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার (২৯ মার্চ) ভোর রাত থেকে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। বাড়ির কেয়ারটেকার ও বাড়ির মালিকের স্বজন জুয়েল এই তথ্য জানান। মাসে সাত হাজার টাকা ভাড়ায় গত জানুয়ারিতে জঙ্গিরা এই বাড়িটি ভাড়া নেয় বলেও জানান জুয়েল।

বাংলা ট্রিবিউনকে জুয়েল বলেন, ‘ভাড়া নেওয়ার সময় তিনি (সন্দেহভাজন জঙ্গি) নিজের নাম কামরুল তালুকদার ওরফে মাহফুজ বলে জানান। বাড়ি টাঙ্গাইল বলে জানান। বাড়িতে তিনি ছাড়াও তার স্ত্রী, শ্বশুর-শাশুড়ি, শ্যালিকা ও তিন-চারটি শিশু ছিল।’  

বাড়ি ভাড়া নেওয়ার সময় কামরুল তালুকদার ওরফে মাহফুজ যে ন্যাশনাল আইডি দিয়েছিল তা ভুয়া বলেও জানান জুয়েল। তিনি আরও জানান, বুধবার ভোর রাতে পুলিশকে নিয়ে ওই বাড়ির দরজায় কড়া নাড়ার পর তিনি প্রশ্ন করেন, ‘আপনারা কি জঙ্গি।’ এসময় বাড়ির বাসিন্দারা দ্রুত দরজা বন্ধ করে বাইরে গ্রেনেড ছুড়ে মারে।

উল্লেখ্য জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামের একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। দুটি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক আছে বলে ধারণা করা হচ্ছে। মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানা

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, জঙ্গিদের প্রতিহত করতে এরই মধ্যে সব প্রয়োজনীয় কৌশল নেওয়া হয়েছে। ওই এলাকায় সাংবাদিকসহ সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সিটিটিসির এডিসি মো. সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে তিনটি গ্রেনেড ছোড়া হয়েছে। এই জঙ্গিরা নব্য জেএমবি’র সঙ্গে যুক্ত বলেও ধারণা করা হচ্ছে।

নাসিরপুর গ্রামের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জঙ্গি আস্তানার আশেপাশের এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে পুলিশ মাইকিং করছে। এরই মধ্যেই ওই বাড়ির এক কিলোমিটার এলাকার মধ্যে থাকা লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘটনাস্থল পরির্দশ করে সিলেটের ডিআইজি কামরুল আহসান বলেন, ‘অভিযান শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ভেতরে ১১-১২ জনের মতো জঙ্গি থাকতে পারে।’  

নাসিরপুর গ্রামের ওই বাড়ির মালিক সাইফুর। তার ওই বাগান বাড়িতে দুটি সেমি পাকা এবং একটি একতলা পাকা ভবন রয়েছে। সেখান থেকে ১১ জনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্য ট্রান্স ন্যাশনাল ক্রাউম ইউনিট।

লন্ডন প্রবাসী সাইফুর রহমানের ফুফাতো ভাই আতিক মিয়াও জানান, দুই মাস আগে প্রাণ আরএফএল-এর কর্মী পরিচয় মাসিক সাত হাজার টাকায় বাড়ি ভাড়া নেন। বাগান বাড়ির ভেতরে থাকা একতলা বাড়িতে দুই পুরুষ, একজন নারী ও দগুটি বাচ্চা থাকতো।  

ওই বাড়িতে ভাড়াটিয়া ছাড়াও কেয়ারটেকার জুয়েল আহমেদ ও তার ফুফাতো বোন থাকেন। এছাড়া এক রিকশা চালকও থাকেন।  

/এফএস/ 

আরও পড়ুন- 

‘১২ জনের মতো জঙ্গি রয়েছে মৌলভীবাজারের দুই আস্তানায়’


‘মৌলভীবাজারে জঙ্গি অভিযানে প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে'

দুই আস্তানায় বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক থাকার আশঙ্কা

সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ