X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সমতলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বেহাত জমি পুনরুদ্ধারে পৃথক ভূমি কমিশনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৭, ০৩:৩৮আপডেট : ৩০ মার্চ ২০১৭, ০৩:৪৬

নাগরিক প্রতিনিধি দলের সংবাদ সম্মেলন। ছবি- ফোকাস বাংলা রাখাইনসহ দেশের সমতল অঞ্চলের সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠদের বেহাত হওয়া ভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে পৃথক ভূমি কমিশন করার দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। তারা একই সঙ্গে রাখাইনদের ভূমি বেদখল রোধে জেলা পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করারও প্রস্তাব দিয়েছেন। বুধবার নাগরিক প্রতিনিধি দলের উদ্যোগে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বরগুনা-পটুয়াখালী রাখাইন জনপদ সরেজমিন পরিদর্শন শেষে নাগরিক প্রতিনিধি দলের এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে প্রতিবেদন পাঠ করেন নাগরিক প্রতিনিধি দলের অন্যতম সদস্য ও আইইডির নির্বাহী পরিচালক নুমান আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাগরিক প্রতিনিধিদলের সদস্য রোবায়েত ফেরদৌস এর সঞ্চালনা ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, কাপেং ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা, এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

রাখাইনরা বিলুপ্ত হলে দেশের একটি সংস্কৃতি হারিয়ে যাবে উল্লেখ করে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘মূলধারার জনগোষ্ঠী যে হারে বেড়েছে রাখাইনরা ওই হারে বাড়ে নাই। ফলে রাখাইনরা নির্যাতিত ও নিগৃহীত হয়ে দিন দিন হারিয়ে যাচ্ছে’।

পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘এদেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও জনসংখ্যা সবকিছুই বিলুপ্তির পথে। আদিবাসীদের জনশূন্য করে দেওয়ার যে লক্ষ্মণগুলো দেখতে পাচ্ছি, সেজন্য আমাদের ক্ষমাপ্রার্থী হওয়া উচিত’। নাগরিক প্রতিনিধিদের উত্থাপিত  দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

শামসুল হুদা রাখাইনদের ভূমি বেদখল রোধে ১৯৫০ সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব ৯৭ ধারা যথাযথভাবে কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সঞ্জীব দ্রং বলেন, ‘প্রতিবেদনে রাখাইন জনপদের যে চিত্র দেখলাম এটাই যদি বাংলাদেশের চিত্র হয়ে তাকে তাহলে এটি কখনোই গণতান্ত্রিক দেশের চিত্র হতে পারে না’।

পঙ্কজ ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত নাগরিক প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, আইইডি’র নির্বাহী পরিচালক নুমান আহমেদ খান, দৈনিক সমকালের প্রতিবেদক রাজীর নূর, গবেষক ও প্রাণবৈচিত্র্য কর্মী পাভেল পার্থ, দৈনিক ভোরের কাগজের প্রতিবেদক তানভীর আহমেদ, নিউ এইজের প্রতিবেদক ইমরান হোসেন ইমন, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সহ-সভাপতি সোনা রাণী চাকমা, মানবাধিকার কর্মী রওশন মাসুদা, বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা, চলচ্চিত্র নির্মাতা লতা আহমেদ প্রমুখ।
/এসআই/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা