X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কুসিকে ভোট শেষে কোটবাড়ীর জঙ্গি আস্তানায় অভিযান বিষয়ে সিদ্ধান্ত

এমরান হোসাইন শেখ ও রাফসান জানি
৩০ মার্চ ২০১৭, ০৯:৫৪আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১১:২৭

কুমিল্লার জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ কুমিল্লার কোটবাড়ী এলাকার জঙ্গি আস্তানায় এখনি অভিযান চালানো হবে না। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়িটি ঘিরে রাখবে। ভোট শেষ হলে অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।  

কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোট শুরু হয়েছে। ভোটাররা ভোটকেন্দ্রে যাচ্ছেন এবং ভোট দিচ্ছেন। ভোট সুষ্ঠু রাখার জন্য জঙ্গি আস্তানায় অভিযানের বিষয়টি স্থগিত আছে। ভোট শেষে অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়িটি ঘিরে রেখেছে।’

এদিকে কুসিক নির্বাটনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেন, ‘কোটবাড়ীতে জঙ্গি আস্তানা শণাক্তের ঘটনায় বড় ধরনের কোনও প্রভাব কুসিক নির্বাচনে পড়ছে না। ভয়ের কিছু নেই। ভোটাররা লাইন দিয়ে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।’

উল্লেখ্য বুধবার (২৯ মার্চ) দুপুরের দিকে সদর দক্ষিণ থানার কোটবাড়ীর গন্ধমতি বড় কবরস্থান এলাকায় একটি বাড়ি ঘিরে ফেলে পুলিশ। জায়গাটি কুমিল্লা সিটি করপোরেশনভুক্ত ২৪ নম্বর ওয়ার্ডের আওতাধীন। নির্মাণাধীন তিনতলা ওই বাড়িটিতে এক জঙ্গি অস্ত্র ও বিস্ফোরক নিয়ে অবস্থান করছে বলে পুলিশ ধারণা করছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সোয়াট টিম ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে কোটবাড়ীর ওই জঙ্গি আস্তানায় পৌঁছান। সিএমপি সূত্রে জানা গেছে, সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের ১৪ জন সদস্য রয়েছেন ওই টিমে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেন, ‘সিএমপির সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট কুমিল্লা জেলা পুলিশের সঙ্গে যোগ দেবে। সেখানে পৌঁছে সমন্বিতভাবে কাজ করবে তারা।’

এদিকে বৃহস্পতিবার (৩০ মার্চ) কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা এই ভোটগ্রহণ চলবে। কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে চার জন প্রার্থী লড়াই করছেন। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, ধানের শীষ প্রতীকে বিএনপির মনিরুল হক সাক্কু, তারা প্রতীক নিয়ে জেএসডির শিরিন আক্তার এবং স্বতন্ত্র হিসেবে লড়ছেন মামুনুর রশীদ। সংরক্ষিত আসনে ৪০ নারী ও সাধারণ ওয়ার্ডে ১১৪ জনসহ মোট ১৫৮ জন ৩৭টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/এফএস/

আরও পড়ুন- 

ভোটের আগে কুমিল্লার জঙ্গি আস্তানায় কোনও অভিযান নয়: সিইসি

‘কুমিল্লার আস্তানায় বিস্ফোরক নিয়ে এক জঙ্গির অবস্থান’

‘আমি চলে গেছি আল্লাহর রাস্তায়, মাকে বইলেন আমাকে যেন ক্ষমা করে দেয়’

মৌলভীবাজারের জঙ্গি আস্তানা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেলো

সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’