X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নাসিরপুরে অন্তত তিন জঙ্গি নিহত

নুরুজ্জামান লাবু, মৌলভীবাজার থেকে
৩০ মার্চ ২০১৭, ১৫:৫০আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৬:১৩

নাসিরপুরে জঙ্গি আস্তানা মৌলভীবাজারে সদর উপজেলার নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানায় অন্তত তিন জঙ্গি নিহত হয়েছে। অভিযান সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকাল পৌনে চারটার দিকে 'অপারেশন হিট ব্যাক' শেষ করা হয়েছে।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, অপারেশন হিট ব্যাক শেষে বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বাড়ির ভেতরে প্রবেশ করেছেন। তারা সুইপিং এর কাজ করছেন। এরপর সিআইডির ক্রাইম সিন ইউনিট বাড়িতে ঢুকবে। পরে সেখানে নিহতদের লাশ উদ্ধার করা হবে। লাশগুলো মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এর আগে বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে অপারেশন হিট ব্যাক শুরু করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিম। তবে আলোর স্বল্পতার কারণে রাতে এই অভিযানে বিরতি টানা হয়। অভিযান শুরুর এক ঘণ্টার মধ্যে অন্তত তিনশ রাউন্ড গুলি চালানো হয়।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ফের অপারেশন হিট ব্যাক শুরু করেন সোয়াট টিমের সদস্যরা। অভিযানে সিটিটিসির সদস্যরা ড্রোন ব্যবহার করে বলেও জানা গেছে।

এদিকে সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার সকালে তারা অভিযান শুরু করেছিলেন। কিন্তু বৃষ্টির কারণে তা স্থগিত করা হয়।

নাসিরপুরে অভিযান শেষে বড়হাটে অভিযান চালানো হবে বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার এসআই রাশেদুল আলম খান। নাসিরপুরের এই বাড়িতে রয়েছে জঙ্গি আস্তানা, বুধবার রাতের ছবি

সিলেটের জঙ্গি আস্তানা আতিয়া মহলেও ড্রোন ব্যবহার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার (২৮ মার্চ) রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং শহর থেকে ১৮ কিলোমিটার দূরে খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে আরও একটি বাড়ি ঘিরে রাখে পুলিশ ও সিটিটিসি। দুটি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত দু’সপ্তাহে রাজধানীসহ চট্টগ্রামের সীতাকুণ্ড, সিলেটের আতিয়ামহল এবং মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি নির্মূল অভিযান চালায় আইনশৃঙ্খলাবাহিনী। এর মধ্যে ঢাকায় একজন, সীতাকুণ্ডে চারজন, সিলেটে চারজন এবং মৌলভী বাজারে অন্তত তিনজন জঙ্গি নিহত হয়েছে। এছাড়াও মৌলভীবাজার পৌর এলাকার বড়হাট এবং কুমিল্লার কোটবাড়ীর একটি এলাকায় দুটি জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

/এফএস/

আরও পড়ুন: 

বড়হাটের জঙ্গি আস্তানায় পৌঁছেছে সোয়াত

মৌলভীবাজারের জঙ্গি আস্তানা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেলো
‘আপনারা কি জঙ্গি, জিজ্ঞেস করতেই গ্রেনেড ছোড়ে’

মৌলভীবাজারে জঙ্গি আস্তানা: দুই বাড়ির মালিক সাইফুরের শ্যালক গ্রেফতার!

মৌলভীবাজারে দুই জঙ্গি আস্তানার কাছেই ১৪৪ ধারা জারি

যে পরিচয়ে নাসিরপুরে বাড়িটি ভাড়া নেয় জঙ্গিরা

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা