X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

উপকূলীয় এলাকায় তৈরি হবে আরও মুজিব কেল্লা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৭, ১৯:২২আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৯:২২

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দেশের উপকূলীয় বিভিন্ন জেলায় ২৩৫টি পুরাতন মুজিব কেল্লার সন্ধান পাওয়া গেছে। বঙ্গবন্ধুর শাসনামলে ঘূর্ণিঝড় (সাইক্লোন) থেকে উপকূলীয় লোকদের সুরক্ষায় উঁচু ভিটা হিসেবে তৈরি করা হয় এগুলো। এসব কেল্লা সংস্কারের পাশাপাশি নির্মাণ করা হবে নতুন মুজিব কেল্লা।
দুর্যোগ মোকাবিলায় টেকসই অবকাঠামো হিসেবে কেল্লাগুলোতে মানুষের আশ্রয়কেন্দ্রের পাশাপাশি থাকবে আধুনিক সুযোগ-সুবিধা। রাখা হবে পশুপাখির জন্য উন্নতমানের শেড, বিশুদ্ধ পানির পুকুর, সোলার প্যানেল, প্রতিবন্ধীদের জন্য আলাদা জায়গা ও র‌্যাম্প।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ের সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে এ সংক্রান্ত উপস্থাপনা পেশ করা হয়। এখানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘১৯৭০ সালে নির্বাচন ফেলে রেখে উপকূলীয় এলাকায় আঘাত আনা ঘূর্ণিঝড়ে মানুষের জানমাল রক্ষায় ছুটে গিয়েছিলেন বঙ্গবন্ধু। ক্ষমতায় এসেই তিনি মুজিব কেল্লা ও উপকূলীয় ঘূর্ণিঝড় স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলেন। তারই ধারাবাহিকতায় মানুষের জানমাল রক্ষায় সরকার সব পদক্ষেপ গ্রহণ করবে।’
সভায় জানানো হয়, দুর্যোগকালে আশ্রয়কেন্দ্র এবং স্বাভাবিক সময়ে স্থানীয় কমিউনিটি সেন্টার, হাটবাজার, খেলার মাঠ, সামাজিক সমাবেশ ইত্যাদি হিসেবে ব্যবহৃত হবে মুজিব কেল্লাগুলো। বিল্ডিং কোড মেনেই আয়তনের ভিত্তিতে ক, খ, গ- এই তিন বিভাগে দৃষ্টিনন্দনভাবে নির্মাণ করা হবে এসব ভবন।
এ সময় আরও ছিলেন সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক, বুয়েটের অধ্যাপক এমএ আনসারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মাহবুবা নাসরীনসহ সুরক্ষা সেবা বিভাগ, অর্থ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, এলজিইডি, ইইডি, স্বাস্থ্যসেবা বিভাগ, স্থাপত্য অধিদফতর, বিভিন্ন এনজিও ও আইএনজিও’র প্রতিনিধিরা।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, পুরান মুজিব কেল্লার পাশাপাশি নতুন আরও ৭৩৫টি কেল্লা নির্মাণের চাহিদা এসেছে। পুরনো ও নতুন মিলিয়ে প্রকল্প চূড়ান্ত করে শিগগিরই এটি পাঠানো হবে পরিকল্পনা কমিশনে। এর পূর্বে বুয়েট, স্থাপত্য অধিদফতর ও এলজিইডির সুপারিশ গ্রহণ করা হবে পুনরায়।

সভায় এরপর ভূমিকম্পের উদ্ধার কাজের জন্য আধুনিক আরও কী কী যন্ত্রপাতি কেনা যায়, তার ওপর বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, ইতোমধ্যে ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনী এবঙ কোস্টগার্ডের কাছে এ বিষয়ে পৃথক পৃথক চাহিদা আহ্বান করা হয়েছে।

ঢাকার পাশাপাশি ভূমিকম্পপ্রবণ সব শহরের জন্য উদ্ধার যন্ত্রপাতি কেনা হবে বলেও জানানো হয় সভায়। বিল্ডিং কোড বাস্তবায়নে আরও কঠোর হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে গণপূর্ত মন্ত্রণালয়কে।

/এসআই/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!