X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর দিল্লি সফর: পানি নিয়ে ‘ঘোলা জল’ পরিস্থিতি

শেখ শাহরিয়ার জামান
০৭ এপ্রিল ২০১৭, ০৭:৫৯আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ০৮:০০
image

প্রধানমন্ত্রীর দিল্লি সফর: পানি নিয়ে ‘ঘোলা জল’ পরিস্থিতি পানি নিয়ে ‘ঘোলা জল’ পরিস্থিতির মুখোমুখি হওয়ার এবং সামরিক সমঝোতা স্মারক স্বাক্ষরের মনের জোর নিয়ে দিল্লিতে পা রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আজ দুপুরে বিশেষ বিমানে রাষ্ট্রীয় সফরে ঢাকা থেকে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পৃথক আমন্ত্রণে তিনি রাষ্ট্রপতি ভবনে থাকবেন, যা এক বিশেষ সম্মান।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, এবারের সফরে ৩৩টি চুক্তি স্বাক্ষর হবে। তবে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, ২০টিরও বেশি চুক্তি স্বাক্ষর হবে। গত ৫ এপ্রিল ভারতের মন্ত্রিপরিষদে একটি চুক্তি এবং চারটি সমঝোতা স্মারক অনুমোদন দেওয়া হয়। এর আগে মার্চের ১৫ তারিখ দুটি সমঝোতা স্মারকের অনুমোদন দেয় ভারতের মন্ত্রিপরিষদ।

শেখ হাসিনা শুক্রবার বিকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর সন্ধ্যায় বাংলাদেশ মিশনে এক রিসেপশনে ভারতে অবস্থান করে বাংলাদেশে দায়িত্ব পালনকারী বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ভারতে বাংলাদেশের বন্ধুদের সঙ্গে দেখা করবেন তিনি।

শনিবার সকালে সেরিমনিয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর হায়দ্রাবাদ হাউজে নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠকের পর আনুষ্ঠানিক বৈঠক, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনীর হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন করবেন দুই প্রধানমন্ত্রী। পরে নরেন্দ্র মোদির পক্ষ থেকে রাষ্ট্রীয় মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করবেন তিনি। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাববেন বলে আশা করা হচ্ছে।

বিকালে শহীদ ভারতীয় সৈনিকদের সম্মাননা অনুষ্ঠান হবে মানেকশ সেন্টারে। সেখানে সাতজন শহীদ পরিবারকে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী।

রবিবার তিনি আজমীর শরীফ যাবেন এবং বিকালে কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে দেখা করবেন। সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। এরপর তার সম্মানে দেওয়া রাষ্ট্রপতির এক নৈশভোজে অংশগ্রহণ করবেন। সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সোমবার সকালে তাজ হোটেলে এক ব্যবসায়িক সম্মেলনে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। বিকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার আগে ইন্ডিয়া ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদলের সঙ্গেও দেখা করবেন তিনি।

পানি নিয়ে ‘ঘোলা জল’ পরিস্থিতি

বাংলাদেশ ও ভারত সম্পর্কে এখন সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ তিস্তা নদী। যার পানি বন্টন সংক্রান্ত চুক্তিটি ২০১১ সালে চুড়ান্ত হলেও গত ছয় বছরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম বিরোধিতার কারণে স্বাক্ষর করা হয়নি।

এবারের সফরেও বাংলাদেশের অংশে তিস্তা নদীর পানি বৃদ্ধি করার জন্য এ চুক্তিটি স্বাক্ষর হবেনা, এটি ভারতের পররাষ্ট্র সচিব এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন। বাংলাদেশের একটি সংবাদমাধ্যম প্রতিনিধি দলকে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর বৃহস্পতিবার বিকালে বলেছেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে এ বিষয়ে নাটকীয় কোনও পরিবর্তন হবে, এমন কোনও আভাস নেই।

তিস্তা চুক্তি বিষয়ে দিল্লির মনোভাব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার বিষয়ে সম্পর্ণ ওয়াকিবহাল হয়ে ভারতের মাটিতে পা রাখছেন শেখ হাসিনা।

দর কষাকষির এমন পরিস্থিতিতে বাংলাদেশ তিস্তা চুক্তি করার সময়সীমা নিয়ে আলোচনা এবং শুধু তিস্তা নয়, গঙ্গা ব্যারেজ করার জন্যও একটি নির্দিষ্ঠ সময়সীমা নিয়ে দিল্লির সঙ্গে কথা বলছে ঢাকা। মমতার সঙ্গে শেখ হাসিনার সখ্যতা থাকলেও তিস্তা বিষয়ে ঢাকা আলোচনা করার বিষয়টি দিল্লির কেন্দ্রীয় সরকারের উপর ছেড়ে দিয়েছে।

সামরিক সমঝোতা স্মারক

গত বছরের ৩০ নভেম্বর দুদিনের সফরে ঢাকা আসেন ভারতের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর। সে সময় একটি সামরিক চুক্তির প্রস্তাব করেন তিনি।

অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের সময়ে বাংলাদেশ-চীন সম্পর্ক কৌশলগত সম্পর্কে উন্নীত হয় এবং এর পরিপ্রেক্ষিতে ভারসাম্য আনার জন্য ভারতের কাছ থেকে এ ধরনের প্রস্তাব আসবে এটি ধারণা করা হয়েছিল।

কয়েক মাস আলোচনার পরে দুইদেশ একটি ব্যবসা-বান্ধব সামরিক কাঠামা সহযোগিতা সমঝোতা স্মারক করার বিষয়ে একমত হয়। এছাড়া ভারতের অস্ত্র ক্রয় করার জন্য ৫০০ মিলিয়ন ডলার ঋণ নেওয়ার বিষয়ে একটি লাইন অফ ক্রেডিট সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও একমত হয় বাংলাদেশ।

কি আছে এ সমঝোতা স্মারকে সেটি নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা আছে বাংলাদেশের মানুষের মনে। তবে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের গোপন করার কিছু নেই, সবকিছু জানতে পারবেন।’

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়