X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রশ্নফাঁসের অভিযোগে ৩ কেন্দ্র বাতিল, শিক্ষকদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৭, ১৬:৫০আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৬:৫০

প্রশ্নফাঁসের অভিযোগে ৩ কেন্দ্র বাতিল, শিক্ষকদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ প্রশ্নফাঁসের অভিযোগে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ, হাজী বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় এবং সাভারের গাজীরচট এ এম উচ্চ বিদ্যালয় ও কলেজের কেন্দ্র ২০১৮ সাল থেকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পাশাপাশি প্রশ্নফাঁস ও অনিয়মে জড়িত এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।
পরীক্ষা উপ-নিয়ন্ত্রক অদ্বৈত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চলতি এইচএসসি পরীক্ষায় যেসব প্রতিষ্ঠান অনিয়ম করছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনও কেন্দ্রের একাধিক রুমে যদি অনিয়ম পাওয়া যায় তাহলে ওইসব কেন্দ্রের পরীক্ষা বাতিল করা হবে। এছাড়া এইচএসসি পরীক্ষার সময় যেসব কেন্দ্রের একাধিক কক্ষে অনিয়ম ঘটেছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্র বাতিল করা হয়েছে এবং যারা এরকম অনিয়ম করবে তাদের কেন্দ্রও বাতিল করা হবে।’
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, হাজী বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে গত ১৬ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে কেন্দ্র সচিব ও কমিটির অদক্ষতা ও অবহেলার প্রমাণ পাওয়া যায়। ছবি তোলা যায় এমন মোবাইল ফোনও কেন্দ্রে পরীক্ষকদের হাতে দেখা গেছে। কেন্দ্রে সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে প্রশ্নপ্রত্রের খাম খোলা পাওয়া যায়। এসব কারণে বাতিল করা হয়েছে কেন্দ্রটি।

প্রশ্নপত্র ফাঁসে কমলাপুরের শেরে বাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আলীম, এবং শিক্ষক রফিকুল ইসলামের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এ দুই শিক্ষক বর্তমানে জেল হাজতে রয়েছেন। এ কারণে কেন্দ্রটি বাতিল করা হয়। পাশাপাশি ওই শিক্ষকদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে শিক্ষা বোর্ড।

এছাড়া গাজিরচট এ এম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো মোজাফফর হোসেন, গণিত বিষয়ের শিক্ষক আতিকুল ইসলাম এবং অফিস সহকারী আব্দুল মজিদের বিরুদ্ধে অভিযোগ থাকায় এই প্রতিষ্ঠানের এসএসসি ও জেএসডি কেন্দ্র বাতিল করা হয়। পাশাপাশি এ দুটি প্রতিষ্ঠানের অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।

গত ২ এপ্রিল থেকে চলছে এইএসসি ও সমমান পরীক্ষা। এর আগে থেকেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে অধ্যক্ষ ও শিক্ষক গ্রেফতারের পর শুদ্ধি অভিযান চালাচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড।

/এসএমএ/ জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’