X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মানসিক রোগীদের সুরক্ষায় শিগগিরই আইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৭, ১৮:০৫আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৮:০৫

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং অন্য অতিথিরা চলতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘আসুন, বিষণ্নতা নিয়ে কথা বলি।’ তাই সরকার মানসিক রোগীদের জন্য আইন করছে। শিগগিরই এটি পাস হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ গত কয়েক বছরে শিশু মৃত্যু, মাতৃ মৃত্যুহার কমিয়ে এনেছে। বিশ্বের অনেক দেশ স্বাস্থ্যসেবায় রোলমডেল ভাবে আমাদের। এখন নজর দিতে হবে মানসিক রোগীদের দিকে। তাদের সুরক্ষায় আইন করা হচ্ছে, শিগগিরই তা পাস হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘বিশ্বে অর্ধেক মানসিক রোগী চিকিৎসাবঞ্চিত থাকে। দিন দিন মানসিক রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে বিশ্বব্যাপী। আমাদের দেশে মানসিক রোগীদের জন্য বাজেটে বরাদ্দ রয়েছে কেবল শুন্য দশমিক ৪ শতাংশ যেটা উন্নত বিশ্বে আরও অনেক বেশি।’

বিষণ্নতা মানুষের অন্যান্য অসুখকেও বাড়িয়ে দেয় উল্লেখ করে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘ডায়াবেটিক, উচ্চরক্তচাপসহ নানা অসুখকে প্রভাবিত করে বিষণ্নতা। একই সঙ্গে বিষণ্নতায় আক্রান্ত মানুষ কেবল এককভাবে ক্ষতিগ্রস্ত হন না, এতে তার কর্মঘণ্টা নষ্ট হয়। এ কারণে দেশ অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হয় তার মাধ্যমে।’

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ জানান, বিশ্বে বর্তমানে ৩০ কোটি মানুষ আর দেশে ৭৩ লাখ ৬০ হাজার মানুষ বিষণ্নতায় ভুগছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি আরও জানান, ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্বের ১৮ শতাংশ মানুষ বিষণ্নতায় ভুগেছে। এ সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে। তাই বিষণ্নতায় আক্রান্ত মানুষের প্রতি পরিবার, বন্ধুসহ অন্যান্যদের দৃষ্টি দেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। অনুষ্ঠানে আরও ছিলেন স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত সচিব রোকসানা কাদের।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, দেশে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর শতকরা ৪ দশমিক ৬ ভাগ বা ৭৩ লাখ ৬০ হাজার মানুষ বিষণ্ণতায় আক্রান্ত। তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে বিষণ্নতার লক্ষণ প্রথম দেখা যায় ৩০ থেকে ৪০ বছর বয়সে। এছাড়া ১৫-১৮ ও ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে এর ঝুঁকি থাকে বেশি। শিশুদের মধ্যেও এ সমস্যা দেখা দিতে পারে।

সারাবিশ্বে প্রতিদিন তিন হাজার মানুষ আত্মহত্যা করেন। এ হিসাবে বছরে আত্মহত্যার সংখ্যা প্রায় ১১ লাখ। এর মধ্যে বেশিরভাগ আত্মহত্যা ঘটে বিষণ্নতাজনিত কারণে। বর্তমান বিশ্বে ‘ডিজিজ বার্ডেন’ হিসেবে বিষণ্নতার স্থান তৃতীয়। এ কারণে বিষণ্নতার সমস্যা সমাধান এবং সাবর্জনীন সমর্থন অর্জনের জন্য এ বছর বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আসুন, বিষণ্নতা নিয়ে কথা বলি।’

/জেএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ