X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পান্তা-ইলিশ না, নববর্ষের সংস্কৃতি ভালো খাওয়া

জাকিয়া আহমেদ
১৪ এপ্রিল ২০১৭, ১৫:২৯আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ০৯:১৩

‘আগের দিনে মানুষ নতুন বছরের প্রথম দিনে নিজ ক্ষমতা অনুযায়ী ভালো কিছু খাওয়ার চেষ্টা করতো, পান্তা খাওয়ার কথা চিন্তাও করেনি তারা। হঠাৎ করেই বিচ্ছিন্ন, অবিবেচক মধ্যবিত্ত শ্রেণির কিছু মানুষ এই ফ্যাশন জারি করলো, এটা দূর হওয়া উচিৎ, এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিৎ’, বলে মন্তব্য করেছেন দেশের গবেষক, চিন্তাবিদ ও বিশেষজ্ঞরা।

পান্তা ইলিশ বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তারা বলছেন, ‘বৈশাখের সঙ্গে ইলিশ-পান্তা খাবার সংস্কৃতি বাঙালির না, বরং এই ইলিশ পান্তা খাবার চল হঠাৎ করেই আবির্ভাব হয়েছে যা কিনা এখন বাঙালির বৈশাখ উদযাপনের প্রধানতম আভিজাত্যের অংশ, অথচ প্রাচীন বাংলা কিংবা বাঙালি সংস্কৃতির সঙ্গে এর কোনও সর্ম্পকই নেই।’

জানা যায়, ১৯৮৩ সালের কয়েকজন সাংস্কৃতিক কর্মী আড্ডা দিতে দিতে রমনা বটমূলে বৈশাখী আয়োজনের প্রস্তাব করেন। পরে বিষয়টিকে অন্যরা সমর্থন জানালে সেবছর থেকেই রমনা বটমূলে পান্তা-ইলিশ খাওয়া শুরু হয়। তবে নব্বই দশকের পর থেকেই ইলিশ-পান্তার ব্যাপকতা বেড়েছে।

এদিকে, ইলিশ প্রজনন মৌসুমকে প্রাধান্য দিয়ে এবছরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন। গতবছর থেকেই ‘বৈশাখে ইলিশ নয়’ উচ্চারিত হচ্ছে জোরালোভাবে।

জাটকা ধরা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ জানিয়ে মৎস্য অধিদফতরের পরিচালক ড. এ কে এম আমীনুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বছরের এই সময়টাতে ১০ ইঞ্চির নিচে কোনও ইলিশ (জাটকা) ধরা আইনত নিষিদ্ধ যা ১৯৯৫ সালে মৎস্য সম্পদ রক্ষার জন্য প্রণয়ন করা হয়। এই সময়টাতে ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, সংরক্ষণ এবং বিক্রয় আইনত দণ্ডনীয়। এই সময়ে ইলিশ খাওয়া কেবল ক্ষতির কারণই নয়, ইলিশ ধ্বংস করে দিতে পারে। একটা সময় ইলিশ মাছটি বিলুপ্ত হয়ে হয়ে যাবার সম্ভাবনাও উড়িয়ে দিতে পারি না আমরা।’

অধ্যাপক যতীন সরকার পান্তা ইলিশ খাওয়াকে দেশের দরিদ্র খেটে খাওয়া মানুষদের অবজ্ঞা করার নজির বলে দাবি করেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘বৈশাখের সংস্কৃতি সমগ্র বাঙালি এবং দেশের অন্যান্য নৃগোষ্ঠীর জন্য আনন্দের। নতুন বছরে পুরাতন সবকিছুকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করার ক্ষণ, নতুন কিছু তৈরি করা। কিন্তু ধীরে ধীরে সেখানে আরও অনেক কিছু যোগ হয়েছে যার মধ্যে রয়েছে পান্তা ইলিশ অধ্যায়, তবে সেটি একেবারেই বাঙালি সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে না।’

নববর্ষে মঙ্গল শোভাযাত্রা এক শ্রেণির নাগরিক ইলিশ-পান্তাকে বিকৃত মানসিকতার মধ্যে নিয়ে গেছে বলেও মন্তব্য করে তিনি বলেন, ‘হঠাৎ করেই ইলিশ-পান্তা হয়ে গেল বৈশাখের মূল আকর্ষণ। কিন্তু পান্তার সঙ্গে ইলিশ খাওয়ার কোনও সম্পর্ক এই বৈশাখের সঙ্গে নাই। আগেকার দিনে মানুষ নতুন বছরে পান্তা খাওয়ার কথা চিন্তাও করেনি তারা। এটা দূর হওয়া উচিৎ, এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিৎ।’

বাংলা একাডেমির পরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, ‘বৈশাখের সঙ্গে ইলিশের কোনও সম্পর্ক নেই। বরং সামর্থ্য অনুযায়ী খাবারের পাশাপাশি কাঁচামরিচ, পেঁয়াজসহ নানারকম ভর্তা দিয়ে আগের রাতের পানি দেওয়া ভাত খাওয়ার রীতি ছিল।’

বাংলা একাডেমির সহপরিচালক ও লোক গবেষক ড. সাইমন জাকারিয়াও বাঙালির পহেলা বৈশাখ উদযাপনের সঙ্গে ইলিশ বা কোনও মাছের কোনও সম্পর্ক নেই বলে জানান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলা সাহিত্য সংস্কৃতি, বাঙালির খাদ্যাভাস নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, সারা বাংলাদেশের কোনও গ্রামেই চৈত্র সংক্রান্তি বা পহেলা বৈশাখের দিন মাছ খাওয়ার কোনও বিধান নেই। চৈত্র সংক্রান্তির দিনে করল্লা বা নিমপাতা অর্থ্যাৎ যে কোনও তেতো জাতীয় খাবার খাওয়া হয়ে থাকে। আর বছর শুরুর দিনে টক জাতীয় যে কোনও খাবার যেমন আম ডাল, তেঁতুল বা বরই এর আচার দিয়ে তারা রান্না করে নানা তরকারি।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!