X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বঙ্গোপসাগরের মৎস্য সম্পদের তথ্য পেতে প্রয়োজন ৩ বছর

চৌধুরী আকবর হোসেন
২০ এপ্রিল ২০১৭, ১১:১৫আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৪:৩৯

‘মীন সন্ধানী’ জাহাজ মিয়ানমার ও ভারতের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পর বর্তমানে বাংলাদেশের সমুদ্রসীমার পরিমান এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। এ বিশাল জলসীমায় মৎস্য সম্পদের সম্ভাবনা অনুসন্ধান করতে‘মীন সন্ধানী’ নামের একটি জাহাজ কিনেছে মৎস্য অধিদফতর। প্রায় ২৫ বছর গবেষণা ও জরিপ কাজ চালানো যাবে এই জাহাজ দিয়ে। তবে  এ বিশাল জলসীমায় মৎস্যসম্পদের সম্ভাবনা তথ্য পেতে কমপক্ষে তিন বছর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ।

তিনি বলেন, ‘মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশের সমুদ্রসীমায়  মৎস্যসম্পদের সম্ভাবনা তৈরি হয়েছে। এ সম্পদের ব্যবহার করতে হলে আমাদের জানতে হবে বঙ্গোপসাগররে কত প্রজাতির মাছ আছে, কোন এলাকায় কী ধরণের মাছ আছে। একই সঙ্গে এসব মাছ যেন  বিলুপ্ত না হয় সেটি মাথায় রেখে  আহরণ করতে হবে।’

সৈয়দ আরিফ আজাদ বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে সঠিক ধারণা অর্জন সম্ভব নয়।  প্রজাতিভিত্তিক মৎস্যের জৈবিক বিশ্লেষণ, বিচরণক্ষেত্র চিহ্নিতকরণ, মজুদ নিরূপণ ও ব্যবস্থাপনা কৌশল প্রণয়নসহ সামুদ্রিক মাছের প্রজাতির সংখ্যা হালনাগাদ তথ্য পেতে আমাদের দীর্ঘ সময় ধরে গবেষণা চালাতে হবে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তিন বছর একটি রূপরেখা আমরা পাবো। এ সময়ের মধ্যে দেশের নিয়ন্ত্রণাধীন সামুদ্রিক জলসীমার আয়তন  চিহ্নিতকরণ এবং মানচিত্র  প্রণয়ন করা সম্ভব হবে।’

মৎস্য অধিদফতর সূত্রে জানা গেছে, বাংলাদেশের সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণে নানা ধরণের জাল ও সরঞ্জাম ব্যবহার হয়। বহু প্রজাতির মৎস্য সম্পদ বিজ্ঞানসম্মত উপায়ে ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আহরণ না করলে ক্ষতিগ্রস্থ হবে মৎস্য সম্পদ। তাই মৎস্য অধিদফতরের  অধিনে ‘বাংলাদেশ মেরিন ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্প’ বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় সামুদ্রিক মৎস্য সম্পদের জরিপকাজের জন্য ‘মীন সন্ধানী’ নামের একটি জাহাজ কেনা হয়েছে । জাহাজটির সহায়তায় ল্যান্ড বেজড সার্ভে এবং পিলাজিক ও ডিমার্সাল সার্ভে করা হচ্ছে। এছাড়া জরিপ জাহাজ পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও জরিপ, গবেষণা কার্যক্রম চলমান রাখার জন্য প্রকল্প হতে বিশেষজ্ঞও  নিয়োগ করা হয়েছে। প্রকল্পের মেয়াদ ২০১৭ সালে শেষ হলেও মেয়ার বাড়ানোর উদ্যোগ নিয়েছে মৎস্য অধিদফতর। ইসলামী উন্নয়ন ব্যাংক ও মালয়েশিয়া সরকারের আর্থিক সহায়তায়  এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। গবেষণার ভিত্তিতে বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ নিরুপণ,  সমুদ্রবিজ্ঞান বিষয়ে গবেষণা পরিচালনা গ্রহণ ও বাস্তবায়ন,  নতুন মৎস্যক্ষেত্র চিহ্নিতকরণ করা হবে। এছাড়া এ প্রকল্পের আওতায়  পরিবেশবান্ধব মৎস্য আহরণ সরঞ্জাম  প্রবর্তনের কার্যক্রম গ্রহণ, প্রতিটি বাণিজ্যিক ট্রলারে ফিশ ফাইন্ডার প্রযুক্তি, স্যাটেলাইট টেকনোলজি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে।

এ গবেষণা প্রসঙ্গে  বাংলাদেশ মেরিন ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পের জাতীয় পরামর্শক  মানমাথা নাথ সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এতোদিন বাংলাদেশের সমুদ্রে জরিপের জন্য কোনও জাহাজ ছিল না, ফলে সামুদ্রিক মৎস্য সম্পদের কোনও সঠিক তথ্য উপাত্ত নেই। তবে এখন ‘মীন সন্ধানী’ জাহাজটি এখন সমুদ্রে জরিপ কাজ করবে। প্রজাতিভিত্তিক মৎস্য সম্পদের গবেষণা, মজুদ, প্রাচুর্য্তা, বিস্তৃতি, গভীরতাসহ অন্যান্য সমুদ্রবিদ্যা বিষয়ক তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে এ জাহাজের মাধ্যমে। তথ্য উপাত্তের ভিত্তিতে সমুদ্র মৎস্য সম্পদ  ব্যবস্থাপনা, পরিচালনা ও কৌশল নির্ধারণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘সামুদ্রিক মাছের ধরণ, সেগুলোর প্রজনন সময়, গতিপ্রকিৃতি জানা জরুরি। অপরিকল্পিতভাবে  মাছ  আহরণ করা হলে সম্পদের সুষ্ঠু ব্যবহার হবে না। এসব তথ্য সংগ্রহ হলে মৎস্য আহরণ পদ্ধতি, সময় নিধারণ করা সম্ভব হবে।’

/সিএ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়