X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে চালু হচ্ছে লঞ্চ সার্ভিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৭, ১৮:২৯আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৮:৩২

চোরাচালান বন্ধে বাংলাদেশের টেকনাফ এবং মিয়ানমারের মংডু সীমান্তে লঞ্চ সার্ভিস চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটি’র সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

মানচিত্রে বাংলাদেশ-মিয়ানমার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টেকনাফ এবং মংডু সীমান্ত দিয়ে প্রতিদিনই মানুষ যাতায়াত করছে। অনেক পযর্টক যাচ্ছেন। এটাকে একটা সিস্টেমে আনতে লঞ্চ সার্ভিস চালু করা হচ্ছে, যাতে সবকিছু একটি কাঠামোর মধ্য দিয়ে চলে।’

মন্ত্রী জানান, টেকনাফ দিয়ে অনেক পর্যটক এবং এলাকাবাসী মিয়ানমারের মংডুতে যায়। সেখান থেকেও একদিনের অনুমতি নিয়ে অনেকে টেকনাফ আসেন। সবাইকেই চেক করা হয়। আবার অবৈধভাবেও অনেকে যাতায়াত করে। তাই এটাকে একটা ফরমাল সিস্টেমে আনতে চাই। এটি করা গেলে তখন কেউ অবৈধ যাতায়াত করবে না বা চোরাচালান করতে পারবে না।

প্রেস বিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী জানান, অক্টোবর ২০১৬ থেকে ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ১ লাখ ৮৫ হাজার চোরাচালানবিরোধী অভিযান হয়েছে। এর মধ্যে মামলা হয়েছে ৯ হাজার ৮৩৪টি, আটক হয়েছে ৮ হাজার ৬৫০ জন। আর সাজা হয়েছে ২ হাজার ৬৩৩ জনের।

চোরাচালানের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সীমান্ত দিয়ে চোরাচালান হয়, মাদক ব্যবসা হয়। এর সঙ্গে অনেক প্রভাবশালীরা জড়িত। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রভাবশালীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি বলেন, ‘সীমান্ত দিয়ে যাতে চোরাচালান না হতে পারে সে জন্য সীমান্তে অত্যাধুনিক সার্ভিলেন্স ডিভাইস চালু করা হবে। রেললাইনগুলোতে চোরাচালানের মাল পাওয়া যায়। রেল পুলিশের তৎপরতাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সারাদেশে চোরাচালানবিরোধী টহল আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।’

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিবসহ পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন