X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

গণপরিবহনে ফ্রি স্টাইল

ওমর ফারুক
২০ এপ্রিল ২০১৭, ২৩:০১আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ২৩:০৬

রাস্তায় যাত্রী দাঁড়িয়ে থাকলেও গেট বন্ধ করে চলছে গেটলক সার্ভিস আবারও ফ্রি স্টাইলে চলছে রাজধানীর গণপরিবহন। এ খাতে এখন আর কারও নিয়ন্ত্রণ নেই। সর্বত্র বাস মালিকদের রাজত্ব। ফলে সেই আগের মতোই বিনাবাধায় মনগড়া ভাড়া আদায় চলছে। শিক্ষার্থীদেরও ছাড় দেওয়া হচ্ছে না। কিছুদিন লুকিয়ে রাখার পর রাজপথে নামিয়ে দেওয়া হয়েছে লক্কড়-ঝক্কড় বাস।
যাত্রী ভাড়া নিয়ে নৈরাজ্য প্রতিরোধে রবিবার (১৬ এপ্রিল) থেকে বুধবার (১৯ এপ্রিল) পর্যন্ত প্রতিদিন রাজধানীজুড়ে বিআরটিএ’র পাঁচটি করে ভ্রাম্যমাণ আদালত তৎপর ছিল। এসময় প্রতিটি বাসই সিটিং সার্ভিস বাদ দিয়ে লোকাল সার্ভিস পরিচালনা করে। কিন্তু আদালতকে ফাঁকি দিয়ে আগের মতোই অতিরিক্ত ভাড়া আদায় চলতে থাকে বাসগুলোয়। ভ্রাম্যমাণ আদালতের ভয়ে বহু মালিক এসময় তাদের ফিটনেসবিহীন ও লক্কড়-ঝক্কড় বাসগুলো বিভিন্ন স্থানে লুকিয়ে রাখে। ফলে নগরীতে পরিবহন সংকটের পাশাপাশি নৈরাজ্য দেখা দেয়।
এ অবস্থায় বুধবার বিকালে পরিবহন মালিকদের সঙ্গে জরুরি সভা করে বিআরটিএ’র চেয়ারম্যান মো. মশিয়ার রহমান পরবর্তী ১৫ দিনের জন্য সিটিং সার্ভিসের বিরুদ্ধে চলমান বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।
নগরীতে আবারও চলছে সিটিং ও গেটলক সার্ভিস বৃহস্পতিবার (২০ এপ্রিল) সরেজমিন রাজধানী ঘুরে দেখা গেছে, সকাল থেকেই প্রচুর বাস রাস্তায় নেমে আসে। বিভিন্ন গন্তব্যে যেতে আগে যেমন লক্কড়-ঝক্কড় বাসও সিটিং সার্ভিস নাম ধারণ করত, এদিনও তার ব্যতিক্রম হয়নি।
বিকালে বাহন পরিবহনের একটি বাসে ভ্রমণকালে বাসটির কনডাক্টর বিআরটিএ’র চার্ট উপেক্ষা করে ভাড়া আদায় করছিলেন। এ নিয়ে কনডাক্টরের সঙ্গে যাত্রীদের কথা কাটাকাটি হয়। বাসটির যাত্রী এ প্রতিবেদকও ভাড়ার তালিকা দেখতে চান। কনডাক্টর তখন বলেন, ‘চার্ট লাগাই খালি ম্যাজিস্ট্রেটের লাইগা। ম্যাজিস্ট্রেট চার্ট দেখতে চান, যাত্রীরা চার্ট দেখে না। যাত্রীরা চার্ট না দেইখাই ঝগড়া করে।’ শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেওয়া হয় কিনা জানতে চাইলে কনডাক্টর বলেন, ‘আজ থেইকা কোনও হাফ ভাড়া নাই।’
দেখা গেছে, পঞ্চাশ আসনের বাহন পরিবহনে সর্বনিম্ন ভাড়া নেওয়া হচ্ছে ১০ টাকা। জাতীয় প্রেসক্লাব থেকে শাহবাগের দূরত্ব তিন কিলোমিটারেরও কম। কিন্তু এই পথের জন্য যাত্রীদের ১০ টাকা গুণতে হচ্ছে। অথচ বিআরটিএ’র চার্ট অনুযায়ী বাসটির সর্বনিম্ন ভাড়া (৩ কিলোমিটার পর্যন্ত) হওয়ার কথা ৭ টাকা। কনডাক্টর বিআরটিএ’র এই হিসাব মানতে নারাজ।
এদিকে, বৃহস্পতিবার আবারও সিটিং সার্ভিসে পরিণত হয়েছে যাত্রাবাড়ী-গাবতলী রুটে চলাচলকারী ৮ নম্বর রুটের বাসও। সকালে যাত্রাবাড়ী থেকে ৮ নম্বর বাসগুলোকে শুধু ফার্মগেট ও গাবতলীর যাত্রী তুলতে দেখা যায়। মতিঝিল, পল্টন বা শাহবাগের লোকাল যাত্রী তোলা হয়নি। তবে এসব স্টপেজের কেউ উঠলে ফার্মগেটের ভাড়া ১৫ টাকা দিতে হবে বলে ঘোষণা দেন কনডাক্টর।
আবারও চলছে গেটলক সার্ভিস, শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে না অর্ধেক ভাড়া আব্দুল আউয়াল নামের এক যাত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এভারেস্ট নামের একটি বাসে মিরপুর থেকে ফার্মগেটের ভাড়া নিয়েছে ১৫ টাকা। বাসে ভাড়ার চার্ট নেই।’ এছাড়া, মোহাম্মদপুর-মতিঝিল রুটে চলাচলকারী দীপন পরিবহন সিটিং সার্ভিস হিসেবে ভাড়া আদায় করছে। ভাড়া বাড়ানো হয়নি। তবে শিক্ষার্থীদের হাফ ভাড়ার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। বাসটিতে সর্বনিম্ন ভাড়া নেওয়া হচ্ছে ৭ টাকার পরিবর্তে ১০ টাকা। লক্কড়-ঝক্কড় হলেও দিশারী, আসিয়ান, সুপ্রভাত, ৭ নম্বর ইত্যাদি বাসও বৃহস্পতিবার সিটিং সার্ভিস হিসেবে যাত্রী পরিবহন করে।
বিআরটিএ’র পরিচালক (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার বৃহস্পতিবার বিকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজও (বৃহস্পতিবার) বিআরটিএ’র পাঁচটি ভ্রাম্যমাণ আদালত মিরপুর-১৩, কাফরুল, উত্তরা, পোস্তগোলা ও কেরানীগঞ্জের তেঘরিয়া মোড়ে সক্রিয় ছিল। এসময় তারা ট্রাকের অবৈধ বাম্পার ও অ্যাঙ্গেল খুলে দেন। কয়েকটি বাসের কাগজপত্রও পরীক্ষা করা হয়েছে। এছাড়া, বিআরটিএ’র মিরপুর কার্যালয় থেকে ভ্রাম্যমাণ আদালত আটক করেছেন পাঁচ দালালকে। সারাদিনে মামলা হয়েছে ১৭টি, জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৩৩ হাজার টাকা।’ তিনি আরও বলেন, ‘বাসের বিরুদ্ধে আজ সিরিয়াস অভিযান হয়নি। এ ধরনের অভিযান ১৫ দিনের জন্য স্থগিত রয়েছে।’

ছবি: নাসিরুল ইসলাম

আরও পড়ুন-

সিটিং সার্ভিস চলবে

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!