X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মিরপুরে গ্যাসের জন্য হাহাকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৭, ১৫:১৮আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ১৫:৫৪

গ্যাস না থাকায় লোকজন হোটেল থেকে খাবার কিনে খাচ্ছে

রাজধানীর মিরপুর এলাকায় আজ শুক্রবার সকাল থেকে গ্যাস নেই। অন্যান্য দিন গভীররাতে গ্যাস আসে। আজ তা না আসায় সমস্যায় পড়েছে ওই এলাকার বাসিন্দারা। সকাল থেকেই এলাকার অনেক বাসায় গ্যাস আসেনি। ফলে রান্না-বান্নাও হয়নি। আর ছুটির থাকায় সংকটে আরও চরমে আকার ধারণ করেছে।

মিরপুরের পূর্ব শ্যাওড়া পাড়া, পূর্ব কাজী পাড়া, মিরপুর ১১ ও ১৪ নম্বরে গ্যাস নেই। গত দুই মাস ধরেই রাত ৪টার দিকে গ্যাস আসে আর সকালে চলে যায়। দুপুরে ৩টার দিকে আবার গ্যাস আসে। তবে সন্ধ্যা ৬টা না বাজতেই গ্যাস চলে যায়। সাধারণরত গ্যাস না থাকার ঘোষণা আগে থেকেও দেওয়ার কথা থাকলেও এখন ঘোষণাও দেওয়া হয় না।

গ্যাস না থাকায় মানুষজন হোটেল থেকে খাবার কিনে খাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, মেট্রো রেল আর ওয়াসার খোঁড়াখুড়ির চলছে দুই মাস ধরে। তাদের কাজ শেষই হয় না। আর ভোগান্তিরও শেষ নেই। রাস্তা খোঁড়াখুড়ির কারণে চলাচলের সমস্যায় সঙ্গে এখন গ্যাসের সমস্যাও যুক্ত হয়েছে, বলেও জানান তারা।

স্থানীয় বাসিন্দা আনিসা ইসলাম বলেন, ‘গত দুইমাস ভোর বেলা উঠে রান্না করি। আজ উঠে গ্যাস পাইনি। দুই সন্তান নিয়ে ১০ নম্বরে মুসলিম বিরিয়ানি খেতে এসে দেখি তাও শেষ। এখন ফাস্টফুড কিনে বাসায় ফিরছি।’

গার্মেন্টস কর্মী হাসান রাস্তার পাশ থেকে তেহারি কিনছেন। তিনি বলেন, ‘আজ ছুটির দিন। বাসায় আরাম করে খাবো তার উপায় নাই। অন্যদিন আমাদের বাসায় খালা সন্ধ্যা ৬টার সময় গ্যাস পান। সে সময়কার রান্না আমরা পরের দিন খাই। শুক্রবার ভোররাতে উঠে নিজেরাই রান্না করি কিন্তু আজ ভোরে গ্যাস না আসায় এই অবস্থা।’

মিরপুর ১৪ নম্বরের বাসিন্দা শামীম আরা বলেন, ‘গত দুই মাস থেকে রাত ৪টার দিকে গ্যাস আসে সকালে চলে যায়। পরে দুপুরে ৩টার দিকে আসে ৬টার দিকে চলে যায়। এসব দেখার কেউ নাই। বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলে বলেন, রাস্তায় কাজের জন্য এলাকায় গ্যাস বন্ধ।’

তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মো. ওয়াহেদুজ্জামান বলেন, ‘মেট্রো রেলের কারণে মিরপুর এলাকায় গ্যাস লাইন নতুন করে স্থানান্তর করা হচ্ছে। এ কারণে গত রাত ১০টা থেকে গ্যাস লাইন বন্ধ রাখা হয়েছে। বড় পাইপের ভেতরের জমা গ্যাস বের করতে কিছুটা সময়ে লাগে। এজন্য সকাল ৮টার পরিবর্তে বেলা দেড়টার পর পাইপে গ্যাস সরবরাহ করা হয়।’ দেড়টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।

 

/ইউআই/ওএফ/এমও/এসটি/       

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!