X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের উৎপাদন বৃদ্ধিতে গ্রামের অর্থনীতিতে গতি সঞ্চার হয়েছে: পলক

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ এপ্রিল ২০১৭, ১৫:৪৭আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৫:৫১

জুনায়েদ আহমেদ পলক (ফাইল ছবি)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির ফলে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার হয়েছে। বিদ্যুৎ সংযোগ গ্রহণ করে গ্রামীণ জনপদের মানুষেরা উন্নয়নমূলক নানা রকম কার্যক্রমে নিজেদের নিয়োজিত করতে পেরেছেন।

প্রতিমন্ত্রী শনিবার সিংড়া উপজেলার কৈ গ্রামে একশত বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পলক বলেন, ‘দেশে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি পেয়ে ১২ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির সুফল হিসেবে সিংড়া উপজেলায় গত ৮ বছরে ৩৫ হাজার গ্রাহকের বাড়িতে নতুন সংযোগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগের ফলে গ্রামীণ জনপদের মানুষেরা স্বাচ্ছন্দ্যে জীবন-যাপন করতে পারছেন। তারা উন্নয়নমূলক নানা রকম কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করতে পারছেন। এতে করে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার হয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাবিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সরকারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনায় ২০১৮ সালের মধ্যে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।

রামানন্দ-খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার সরকারের সভাপতিত্বে বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ ও সহ-সভাপতি আব্দুল ওয়াদুদু মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদরিস আলী প্রমুখ। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানেরও মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানেরও মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি