X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সংবিধান না মেনে চললে রাজনীতি করার অধিকার নেই: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৭, ১৯:০৯আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৯:০৯

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থাকলে জাতীয় নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়ে আসছে বিএনপি। তাদের এই মনোভাব সংবিধানবিরোধী উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘যারা সংবিধান মানেন না তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না।’
বিএনপিকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘অসংবিধানিক পথে কেন ক্ষমতায় আসতে চান? ‘জনগণের প্রতি যদি আস্থা না থাকে তাহলে রাজনীতি করেন কেন? সংবিধান ছাড়া দেশ চলতে পারে না। যারা সংবিধান মানেন না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না, তারা এদেশের নাগরিক নন।’
শনিবার (২২ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দেশীয় চিকিৎসক সমিতির জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘বর্তমান সংবিধান অনুযায়ী ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যে যতই কথা বলুক, দেশ চলবে সংবিধান অনুযায়ী। সংবিধানে সহায়ক সরকারের কোনও বিধান নেই।’
বর্তমান সরকারের অধীনেই জাতীয় নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আপনারা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন। নির্বাচনের মাঠে নামুন, রেফারি নির্বাচন কমিশন যে কোনও মূল্যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন। জনগণ যার পক্ষে রায় দেবেন তিনি দেশ পরিচালনার দায়িত্ব পাবেন।’

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ পরাজয় মেনে নিয়েছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘জনগণের রায় মেনে নেওয়ার মানসিকতা আওয়ামী লীগের আছে। কেউ আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী ২০১৯ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

দেশীয় চিকিৎসক সমিতির সভাপতি ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রবীণ রাজনীতিবিদ ও সংগঠনের উপদেষ্টা পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেস অ্যাসোসিয়েশনের সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. ইউছুফ হারুন ভূঁইয়া, সংগঠনের মহাসচিব মো. হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

/জেএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া