X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশের নদীগুলো ভালো নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৭, ২০:৫৯আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ২১:০২

দূষণে মৃতপ্রায় বুড়িগঙ্গা (ফাইলফটো) নদীমাতৃক বাংলাদেশে নদীর সংখ্যা প্রায় চারশ। কিন্তু দেশের মানুষ নদীবিমুখ হওয়ায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীগুলো। অনেক নদী এখন হারিয়ে যাওয়ার পথে। কোথাও কোথাও দখল হয়ে যাচ্ছে নদী, কোথাও কোথাও দূষণের ভয়াবহতায় মৃতপ্রায়। এমন বিভিন্ন কারণেই ভালো নেই বাংলাদেশের নদীগুলো। শনিবার (২২ এপ্রিল) বিকালে রাজধানীর ইএমকে সেন্টারে আর্থ ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। সাংস্কৃতিকভাবে নদীর প্রতি মানুষের আগ্রহ তৈরি হলেই কেবল নদীগুলো প্রাণ ফিরে পাবে বলেও মত দেন তারা।
অনুষ্ঠানে রিভারাইন পিপলের সেক্রেটারি জেনারেল শেখ রোকন বলেন, ‘মানুষ সাংস্কৃতিকভাবে নদীবিমুখ হয়ে পড়েছে। আমাদের মধ্যে আর নদীমুখী আচরণ নেই। ফলে নদীর ক্ষতি নিয়ে আমাদের ভাবনা নেই। পৃথিবীর সঙ্গে অন্য গ্রহের মূল্য পার্থক্য হলো পানি। আর এই পানির অন্যতম উৎস নদী। ফলে নদী আক্রান্ত হলে প্রকৃতিও ক্ষতিগ্রস্ত হবে।’
বুড়িগঙ্গায় দূষণ (ফাইল ফটো) শেখ রোকন আরও বলেন, ‘নদীকে বাঁচাতে হলে সাংস্কৃতিকভাবে আমাদের নদীমুখী হতে হবে। নদীকে কেন্দ্র করেই যুগে যুগে সভ্যতা গড়ে উঠেছে। প্রকৃতি থেকে প্রতিরক্ষা— সব ক্ষেত্রেই অবদান রয়েছে নদীর। অথচ আমরা নিজের বাড়ির পাশের রাস্তা দখল হলে প্রতিবাদ করি, নদী দখল হলে প্রতিবাদ করি না। নিজেদের প্রয়োজনেই আমাদের নদীকে ভালোবাসতে হবে। শুধু সরকার নয়, নদীকে বাঁচিয়ে রাখতে এদের ভালোবাসতে হবে সবাইকে।’
অনুষ্ঠানে নদী গবেষক নূরে মকবুল বলেন, ‘নদীকে ঘিরে অনেক মানুষের জীবন নির্ভরশীল ছিল। নদী ক্ষতিগ্রস্ত হওয়ায় নদীর ওপর নির্ভরশীল এসব মানুষ হুমকির মুখে পড়েছে। নদী মানুষের জীবনযাত্রার সঙ্গে যুক্ত ছিল। এখন আর সেই চিত্র নেই। নদীও ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইসঙ্গে মানুষও। তবে মানুষ ও প্রকৃতির জন্যই নদী বাঁচাতে হবে।’
/সিএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অনিবন্ধিত ও অবৈধ নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
অনিবন্ধিত ও অবৈধ নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়