X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

স্বজনহারাদের বেদনার প্রার্থনা

এস এম নূরুজ্জামান, সাভার থেকে
২৪ এপ্রিল ২০১৭, ১৭:৫২আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৭:৫২

বেদিতে দুধ ঢেলে দিচ্ছেন এক স্বজন সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে মেঘাচ্ছন্ন ভোরের আকাশ। মেঘের ভিড়ে ভোরের আলো তখনও ফোটেনি ঠিকভাবে। রাস্তায় দাঁড়িয়ে কেবল পুলিশ ও পুলিশের জলকামান। রানা প্লাজার শহীদ বেদি তখনও শুন্য। এরই মধ্যে ধীরপায়ে এগিয়ে এলেন কয়েকজন নারী। হাতে ফুল ও আগরবাতি। তাদেরই একজন পরম যত্নে বেদিতে সেই ফুল রাখলেন। বেদির পাশে একজন জ্বালিয়ে দিলেন আগরবাতি। আরেক বয়স্ক নারী বোতলে করে আনা দুধ পরম মমতায় ঢেলে দিলেন শহীদ বেদিতে। এরপর সবাই মিলে প্রার্থনা করে চলে গেলেন।

ফিরে যাওয়ার পথে কথা হলো তাদের একজনের সঙ্গে। তার নাম আয়েশা। রানা প্লাজা ধসে তিনি হারিয়েছেন একমাত্র ভাইকে। বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘রানা প্লাজা আমার ভাইকে কেড়ে নিয়েছে। সেই থেকে মা কথা বলেন না ঠিকভাবে। শুধু কাঁদেন।’ কথাগুলো বলে সাভারের কোর্টবাড়ি থেকে ফজরের নামাজ পড়েই চলে আসা আয়েশা আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে চলে যান বাড়ির পথে।

রানা প্লাজা ধসের চার বছর পূর্ণ হওয়ার দিনে আয়েশার মতো আরও অনেকেই এসেছেন এখানে নির্মিত বেদিতে শ্রদ্ধা জানাতে। তাদের মধ্যে অনেকে যেমন হারিয়েছেন স্বজনদের, তেমনি অনেকেই এখনও খুঁজে ফিরছেন ভাইবোন কিংবা সন্তানদের। রানা প্লাজা ধসে অনেক শ্রমিকই যে এখন নিখোঁজ!

বেদিতে ফুল দিয়ে কান্নায় ভেঙে পড়েন এক স্বজন সাভারের ওমরপুর থেকে রানা প্লাজায় এসেছেন কাসেম আলী-সালমা বেগম দম্পতি। ভবনটির পরিত্যক্ত জমির সামনে দাঁড়িয়ে বিলাপ করছিলেন তারা। কাসেম আলী বললেন, ‘রানা প্লাজা আমার দুই ছেলে ও এক ছেলের বউকে কাইড়া নিছে। এক ছেলে উজ্জ্বল ও ছেলের স্ত্রী খাদিজার লাশ মিললেও আরেক ছেলে আফজালের লাশ এখনও খুঁজে পাইনি। ওরে খুঁজতেই আসছি। জানি ওরে হয়তো পাবো না। কিন্তু মন তো মানে না। তাই এইখানে ফিরে ফিরে আসি।’

রানা প্লাজার পাশে দাঁড়িয়ে থাকা ভবনগুলোর দিকে তাকিয়ে বিলাপ করতে করতে সালমা বেগম বলছিলেন, ‘ওই বিল্ডিংগুলা তো ভাঙে নাই। এই বিল্ডিংই কেন ভাঙলো?’ এ সময় কাশেম আলী বাড়ি ফেরার জন্য তাড়া দিলে সালমা বেগম বলেন, ‘আমি ছেলেকে না নিয়ে কোথাও যাবো না।’

রানা প্লাজা ধসের চার বছর পূরণ হওয়ার দিনটিতে এখানে আরও অনেকেই হাজির হয়েছেন নিখোঁজ স্বজনদের খোঁজে। দিনভর রানা প্লাজা ট্র্যাজেডিতে হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে ফিরেছেন তাদের স্বজনরা। কারও কারও হাতে চার বছরেও খুঁজে না পাওয়া সন্তান, ভাই বা বোনের ছবি। তারা জানেন, হারিয়ে যাওয়া স্বজনদের হয়তো আর সন্ধান পাওয়া যাবে না। তবু মনকে সান্ত্বনা দিতে পারেন না তারা। বছরের এই দিনটিতে ছুটে আসেন রানা প্লাজার সামনে।

জামালপুর জেলার হাজিপুর গ্রাম থেকে এসেছিলেন খোরশেদা বেগম। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি ছেলের লাশ পাইছি। টাকাও পাইছি। কিন্তু মন মানে না। শেষে আজ ছেলের মরণের জায়গাটা দেখতে আইছি।’

/টিআর/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া