X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিভাগে ফিরলেও এখনই ক্লাসে ফিরছেন না ঢাবি শিক্ষক ড. রিয়াজুল হক

খন্দকার রুবায়াৎ মুরসালিন, ঢাবি প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৭, ১৭:৫২আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৮:১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাময়িক বহিষ্কারের আদেশ হাইকোর্ট স্থগিত করার পর বিভাগে ফিরেছেন বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রিয়াজুল হক। গত ১৬ এপ্রিল রবিবার বিভাগের সর্বশেষ একাডেমিক কমিটির বৈঠকে তিনি যোগ দিয়েছেন। তবে এই সেমিস্টারে কোর্স না থাকায় ক্লাসে ফিরছেন না এখনই।

সাময়িক বরখাস্তের হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ার পর বিভাগে ফেরার বিষয়ে জানতে চাইলে ড. রিয়াজুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, গত রবিবার একাডেমিক কমিটির মিটিং এ আমাকে ডাকা হয়েছিল।  আমি সেখানে উপস্থিত ছিলাম কিন্তু এই সেমিস্টারে আমার কোনও ক্লাস না থাকায় আমি এখনও ক্লাসে ফিরিনি। তবে বিশ্ববিদ্যালয় বা বিভাগ থেকে আমাকে এখনও আদালতের আদেশের বিষয়ে কিছু জানানো হয়নি।

শুরু থেকেই তার বহিষ্কারাদেশের বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সুস্পষ্ট কিছু বলা হয়নি বলেও তিনি জানিয়েছিলেন। রিয়াজুল হক বলেন, আমার আটকে থাকা বকেয়া বেতনসহ আগামী মাসের পূর্ণাঙ্গ বেতন পেলে বুঝতে পারবো আমার সাময়িক বহিষ্কার আদেশ স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান।

ড. রিয়াজুল হকের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাময়িক বহিষ্কার আদেশ স্থগিত করেছেন। এর ফলে বহিষ্কার আদেশের সিদ্ধান্তের প্রেক্ষিতে নেওয়া সব ধরনের কাজই অবৈধ হবে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহামান্য আদালতের আদেশ অনুযায়ী ড. রিয়াজুলের বহিষ্কার আদেশ স্থগিত করা হয়েছে।  যেহেতু মামলাটি চলমান রয়েছে, তাই মামলাটি নিষ্পত্তির পরই আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো।’

উল্লেখ্য, এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ক্লাসে ‘অশ্লীল চিত্র’ প্রদর্শনীর অভিযোগ এনে সিন্ডিকেট সভায় ড. রিয়াজুল হককে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২৮ মার্চ ড. রিয়াজুল হক তার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়াকে দিয়ে একটি আইনি নোটিশ পাঠান। গত ৯ এপ্রিল বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি মাহমুদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ ড. রিয়াজের সাময়িক বহিষ্কারের স্থগিতাদেশ দেন।

/ইউআই/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ