X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দুশ্চিন্তা করবেন না, খাবার ঘরে পৌঁছে দেবো: ত্রাণমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট, বারহাট্টা থেকে
২৫ এপ্রিল ২০১৭, ১১:৫৫আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৭:৩৯

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘পাহাড়ি ঢল ও অকাল বন্যায় আপনাদের ফসল তলিয়ে গেছে। গত এক মাস ধরে আপনারা কষ্টে আছেন। দুশ্চিন্তা করবেন না, আপনার খাবার আমরা ঘরে পৌঁছে দেবো।’

মঙ্গলবার সকালে নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম তাহেরা-মান্নান স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে  ৩৩০ জন বন্যাদুর্গত মানুষের মাঝে আগামী ১০ দিনের জন্য ১৫ কেজি করে চাল ও ৫শ’ নগদ টাকা বিতরণ করা হয়। এ সময় ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, জেলা প্রশাসক মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘আগামী ১০ দিনের জন্য ১৫ কেজি চাল ও ৫শ’ টাকা দিয়ে গেলাম। আগামী মাস থেকে প্রতি পরিবার ৩০ কেজি চাল ও নগদ ৫শ’ টাকা পাবেন। দেশে খাদ্যের কোনও অভাব নেই। এটি শেখ হাসিনা সরকারের অঙ্গিকার।’

এ সময় দেশে এনজিওগুলোকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আগামী এক বছর এ অঞ্চলের মানুষের প্রতি আপনারা কোনও জোর করবেন না। আপনারা দেশবাসীকে কষ্ট দেবেন না।’

অনুষ্ঠানে ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল বলেন, ‘খাদ্য নিয়ে আপনাদের ভাবতে হবে না। সরকার আপনাদের পাশে আছে। সরকারের সহযোগিতা যেটুকু দেওয়া হচ্ছে তা স্বাচ্ছন্দে গ্রহণ করুন এবং স্বাভাবিক জীবনযাত্রার কার্যক্রম চালিয়ে যান। মনে করবেন এটি আপনাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। ত্রাণ নিয়ে কোনও প্রকার অনিয়ম, নৈরাজ্য সহ্য করা হবে না।’

এ সময় তিনি বন্যা দুর্গত এলাকার মানুষদের ত্রাণ নেওয়ার আগে কী বরাদ্দ দেওয়া হয়েছে এবং কী পাচ্ছেন তা জেনে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বলেন, ‘এ এলাকার মানুষ বন্যাকবলিত ও দুর্দশাগ্রস্থ। আগামী ফসল না ওঠা পর্যন্ত সরকারের এ সহায়তা চলবে। যত দুর্ভিক্ষ আসুক একজন মানুষও একবেলা না খেয়ে থাকবে না।’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা