X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এক বছরের মধ্যে চার দেশের অর্থনৈতিক করিডোর গঠনের প্রক্রিয়া শুরুর আশাবাদ

শেখ শাহরিয়ার জামান
২৬ এপ্রিল ২০১৭, ২০:২৩আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ২৩:৪২

বিসিআইএম ইসির স্টাডি গ্রুপের বৈঠকে গৃহীত সিদ্ধান্তে সই করছেন চার দেশের প্রতিনিধিরা আগামী এক বছরের মধ্যে সরকারি পর্যায়ে বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার ইকোনোমিক করিডর (বিসিআইএম ইসি) প্রতিষ্ঠার জন্য কাজ শুরুর আশাবাদের মধ্য দিয়ে শেষ হয়েছে বিসিআইএমের যৌথ স্টাডি গ্রুপের তৃতীয় বৈঠক।
বুধবার (২৬ এপ্রিল) কলকাতায় বিসিআইএমের দুই দিনের বৈঠক শেষে সিদ্ধান্ত হয়, যৌথ স্টাডি গ্রুপ আগামী বছরের প্রথম ভাগে মিয়ানমারে বৈঠকে মিলিত হবে। ওই সময় তারা তাদের সুপারিশসহ একটি চূড়ান্ত রিপোর্ট দেওয়ার মাধ্যমে কার্যক্রম শেষ করবে। ওই রিপোর্টের ওপর ভিত্তি করেই যৌথ ওয়ার্কিং গ্রুপ বা সরকারি পর্যায়ে বিসিআইএম নিয়ে আলোচনা শুরু করা সম্ভব হবে।
যৌথ স্টাডি গ্রুপ হচ্ছে ট্র্যাক টু বা অনানুষ্ঠানিক কূটনীতির একটি অংশ, যেটি সরকারি পর্যায় অর্থাৎ যৌথ ওয়ার্কিং গ্রুপ বৈঠক থেকে ভিন্ন।
এবারের বৈঠকে বিসিআইএমের মোট ১১টি বিষয়ের মধ্যে চারটি বিষয়ের উপর সামগ্রিক রিপোর্ট দিয়েছে বাংলাদেশ। বিষয়গুলো হলো— বিসিআইএমের উদ্দেশ্য, ধারণা (কনসেপ্ট), পরিধি, কার্যক্রম পরিচালনার নীতি, টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক কাঠামো। অন্যদিকে, বিনিয়োগ ও অর্থসংস্থান এবং যোগাযোগ নিয়ে চীন; জ্বালানী ও বাণিজ্য নিয়ে ভারত এবং সামাজিক ও মানবসম্পদ উন্নয়ন, মানুষে-মানুষে যোগাযোগ ইস্যু নিয়ে রিপোর্ট দেবে মিয়ানমার।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান রিয়াজ হামিদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিসিআইএম প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং ঐক্যমত্যে পৌঁছানো গেছে। যে কয়েকটি বিষয়ে একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে আরও আলোচনা করা হবে। আগামী এক বছরের মধ্যে আন্তঃসরকার পর্যায়ে অর্থাৎ যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের মাধ্যমে আলোচনা শুরু করার বিষয়ে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে বৈঠকে।’
কোন কোন বিষয়ে একমত হওয়া সম্ভব হয়নি, জানতে চাইলে হামিদুল্লাহ বলেন, ‘বিসিআইএমের শেষ বৈঠক হয়েছে ২৮ মাস আগে। এর মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে অনেক পরিবর্তন এসেছে। এই পরিস্থিতিতে এ চারটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পরিবর্তিত হয়েছে। এসব দেশের মধ্যে শীর্ষ পর্যায়ের একাধিক সফরও হয়েছে।’
বিসিআইএম ইসির স্টাডি গ্রুপের বৈঠক শেষে চার দেশের প্রতিনিধি দলের প্রধানরা বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান আরও বলেন, ‘আমরা এবারের বৈঠকে যে রিপোর্টগুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলোতে এসব পরিবর্তন যথাযথভাবে প্রতিফলিত হয়নি। আমরা পরিবর্তনগুলো নিয়ে আবার আলোচনা করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করব।’
গত ২৮ মাসে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করেছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারত সফর করেছেন। এছাড়া অন্য দেশগুলোর মধ্যেও শীর্ষ পর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে।
হামিদুল্লাহ বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে এই চারটি দেশের সরকার নিজেদের মধ্যে আলোচনা করে একটি রিপোর্ট তৈরি করবে। এরপর অন্য দেশগুলোর সঙ্গে তা বিনিময় করবে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী বছরের প্রথম ভাগে মিয়ানমারে বিসিআইএমের চতুর্থ বৈঠক হবে এবং সেখানে একটি চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হবে।’ ওই রিপোর্টের মাধ্যমেই সরকারিভাবে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা সম্ভব হবে বলে তিনি জানান। এছাড়া, চীনের প্রস্তাব অনুযায়ী জুন মাসে কুনমিংয়ে বিশেষজ্ঞ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
এদিকে, বাংলা ট্রিবিউনের কলকাতা প্রতিবেদক জানিয়েছেন, বিসিআইএম বিষয়ে ভারত ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করেছে। বিভিন্ন ভারতীয় কূটনীতিক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা মনে করছেন, বিসিআইএম কার্যক্রম শুরু হলে ভারতের উত্তর-পূর্ব প্রদেশগুলোতে নিরাপত্তা সংকট বৃদ্ধি পেতে পারে। তাছাড়া, বিসিআইএম করিডর চালু হলে চীনের পণ্য এ অঞ্চলে ব্যপক হারে প্রবেশ করবে এবং এর ফলে ভারতীয় কোম্পানিগুলো তাদের ব্যবসা হারাবে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে ট্র্যাক টু কূটনীতির মাধ্যমে আলোচনা শুরু হয় বিসিআইএম নিয়ে। ২০১৩ সালে এই উদ্যোগ সম্পর্কে চীন ও ভারতের দুই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার পর সরকারি পর্যায়ে এটি নিয়ে আলোচনা শুরু হয়। এর ধারাবাহিকতায় গত বছর ডিসেম্বর মাসে কুনমিংয়ে বিসিআইএমের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কলকাতায় বুধবার শেষ হওয়া বৈঠকের পর আশা করা হচ্ছে, এক বছর পরই বিসিআইএম গঠনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

আরও পড়ুন-

বিসিআইএম প্রতিষ্ঠার সময়সীমা চেয়েছে বাংলাদেশ

জঙ্গি মোকাবিলা করতে না পারলে অর্জন বিফলে যাবে: প্রধানমন্ত্রী

পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে এক শতাংশ ইকোট্যাক্স আরোপের সুপারিশ

/টিআর/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!